এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৯ নভেম্বর : জ্যোতিষশাস্ত্র ও বৈজ্ঞানিক গননা অনুযায়ী আজ কার্তিক পূর্ণীমার দিন বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে । এটি ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হবে । এর আগে ১৪৪০ সালে এ ধরনের গ্রহণ হয়েছিল । পরবর্তী দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি । এদিন গ্রহণ শুরু হবে দুপুর ১২টা ৪৮ মিনিটে । শেষ হবে বিকেল ৪.১৭ নাগাদ । অর্থাৎ এই চন্দ্রগ্রহন ৩ ঘন্টা ২৮ মিনিট ধরে চলবে ।
তবে ভারতে উপছায়া চন্দ্রগ্রহন (penumbral lunar eclipse) রূপে দেখা যাবে । পেনামব্রাল চন্দ্রগ্রহণের সময়কাল হবে প্রায় ৬ ঘণ্টা মত । এটা ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামেই একমাত্র দেখা যাবে । দেশের বাকি অংশে দেখা যাবে না । ভারত ছাড়া আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের কিছু অংশের মানুষ বিরল এই চন্দ্রগ্রহণ দেখতে পাবে । প্রসঙ্গত,চলতি বছরে এনিয়ে মোট দুবার চন্দ্রগ্রহণের ঘটনা ঘটল । প্রথমটি হয়েছিল ২৬ মে । আজ দ্বিতীয় ও বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ।।