প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯নভেম্বর : ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বালি খাদান পরিদর্শনে যেতেই তাঁকে দেখে দামোদরে ঝাপ দিল এক ট্রাক চালক । বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বড়শুলের মানিকহাটির বালি ঘাটে । স্থানীয় মাঝিরা নৌকা নিয়ে মাঝ নদিতে গিয়ে জলে হাবুডুবু খেতে থাকা ট্রাক চালককে উদ্ধার করে ।
এই ঘটনার পরেই এলাকার বেশকিছু লোকজন জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সিনিয়র রেভিনিউ অফিসার গদাধর পালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় ।সেই খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয় ।উত্তেজনা শিথিল হলে প্রায় আধঘন্টা বাদে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ও কর্মীরা ছাড়া পান । দামোদরে ঝাঁপ দেওয়া ওই ট্রাক চালক হরিপদ সিং যদিও দাবি করেছেন ,তাঁর ট্রাকে ওভারলোড বালি ছিল না । ই- চালানও তাঁর কাছে রয়েছে ।কিন্তু সাহেবরা বালি ঘাটে এসে ধর ধর বলা শুর করায় তিনি ভয় পেয়ে গিয়ে দামোদরে ঝাঁপ দিয়েছিলেন । ট্রাক চালকের দাবি, ‘গাড়িতে ওভারলোড ছিল না, ই-চালান ছিল। তারপরেও তল্লাশি চালানোয় ভয় পেয়ে গিয়ে দামোদরে ঝাঁপ মেরে দিয়েছিলাম ।’।