দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে সহায়কমূল্যে ধান বিক্রির টোকেন বিলির নামে কৃষকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম । বৃহস্পতিবার সকালে ভাতার বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিল করে ভাতার কৃষিমাণ্ডিতে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএমের শাখা সংগঠন ভারত কৃষকসভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের নেতা ও কর্মীরা । বেশ কিছুক্ষন ধরে বিক্ষোভ প্রদর্শনের পর তাঁরা ভাতার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে । পরে সিপিএমের পক্ষ থেকে ৬ দফা দাবিতে বিডিওর কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা নজরুল হক, তারাপদ মাঝি, মিজানুর রহমান, বামাচরণ বন্দ্যোপাধ্যায়, সিপিএমের প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল প্রমুখ ।
প্রসঙ্গেত,ভাতারে সরকারি সহায়কমূল্যে ধান বিক্রির শুরুর দিন থেকেই সংশ্লিষ্ট দপ্তরকে কৃষকদের তীব্র অসন্তোষের মুখে পড়তে হচ্ছে । কৃষকদের অভিযোগ টোকেন সংগ্রহ করতে এসে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন । এই অভিযোগ তুলে ইতিমধ্যে একবার ভাতার বাজারে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কপথ অবরোধও করেছিলেন টোকেন নিতে আসা কৃষকরা । ভাতার কৃষিমাণ্ডিতে টোকেন বিলির শিবিরের সামনে একাধিক বার বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে ।
ভাতার কৃষিমাণ্ডিতে টোকেন বিলির শিবিরে বারবার অশান্তির সৃষ্টি হওয়ায় নড়েচড়ে বসেছে পুলিশ । অশান্তি ঠেকাতে বৃহস্পতিবার থেকে পুলিশের নজরদারিতে চলছে টোকেন বিলির প্রক্রিয়া । শিবিরের আশেপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ।।