এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়(পুর্ব বর্ধমান),১০ ডিসেম্বর ঃ ঘন কুয়াশার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটল ভাতাড়ে ৷ দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ২০ জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলেন্ডা পুলের কাছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে । স্থানীয় বাসিন্দা ও দুই বাসের যাত্রীরা উদ্ধার কাজে হাত লাগান ।
কয়েকদিন ধরে ঘন কুয়াশা চলছে । ভোর ও সন্ধ্যা হতেই ঘন কুয়াশার চাদড়ে মুড়ে যাচ্ছে এলাকা । ফলে দৃশ্যমানতা খুব কম হওয়ায় যানবাহন চালকদের বিপাকে পড়তে হচ্ছে । স্থানীয় সুত্রে জানা গেছে,ঘন কুয়াশার জেরে এদিন সকালে দৃশ্যমানতা খুব কম হওয়ায় বেলেন্ডার পুলের কাছে বর্ধমান থেকে কাটোয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এদিকে বর্ধমানগামী বাসের পিছনে আসছিল একটি ছোটহাতি গাড়ি । সংঘর্ষের পর ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা দেয় ।এই ঘটনায় দুই বাস ও ছোটহাতি গাড়ির চালকসহ বেশ ২০ জন বাসযাত্রী আহত হন বলে জানা গেছে । একটি বাসের চালক কেবিনের মধ্যে আটকে পড়ে স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।।