এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ নভেম্বর : থুতু ফেলাকে কেন্দ্র করে বচসা থেকে সংঘর্ষে জড়াল দুই পরিবারের লোকজন । সংঘর্ষের জেরে আহত হয়েছেন উভয়পক্ষের ৬ জন । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া এলাকায় । আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গিয়েছে, মুচিয়া এলাকার বাসিন্দা জনৈক সুকদেব বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়ির পাশেই তাঁর চায়ের দোকান রয়েছে । এদিন সকালে ওই চায়ের দোকানের পাশে সুকদেববাবুর প্রতিবেশী বীরেন সরকার এসে থুতু ফেললে দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়ে যায় ৷ পাশেই তাঁদের বাড়ি হওয়ায় ঝামেলায় জড়িয়ে পড়েন দুই পরিবারের লোকজনও । ক্রমে হাতাহাতি শুরু হয়ে যায় । এরপর ধারালো হাসুয়া,লাঠিসোটা একে অপরের উপরের উপর ঝাঁপিয়ে পড়েন । দুই পরিবারের মধ্যে কার্যত খন্ডযুদ্ধ বেধে যায় । সংঘর্ষে দু’পক্ষের ছয় জন আহত হয়।সংঘর্ষের জেরে কারোর মাথা ফাটে ৷ কেউ শরীরে গুরুতর চোট পান ।
স্থানীয় সুত্রে জানা গেছে,সংঘর্ষে বীরেন সরকার ও তাঁর দুই ছেলে জুরানি ও অসীম আহত হয়েছেন । অন্যদিকে আহত হয়েছেন চা বিক্রেতা সুকদেব বিশ্বাস এবং তার দুই ছেলে প্রদীপ ও উজ্জ্বল ।পরিবারের অনান্য সদস্যরা এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । যদিও এদিন বিকেল পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।।