এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ নভেম্বর : স্পেশাল ম্যারেজ অ্যাক্টে নুসরত জাহান-নিখিল জৈনের বিয়ে বৈধ বলে বিবেচিত নয় বলে রায় দিল আদালত । আদালতের রায়ে ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোডরুমে তাঁদের যে কথিত বিয়ে হয়েছিল তার আইনত কোনও বৈধতা নেই । তৃণমূলের সাংসদ তথা বাংলা চলচিত্র জগতের অভিনেত্রী নুসরত জাহানের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে । তুরস্কের বোডরুমে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পর কলকাতার আইটিসি রয়াল বেঙ্গলে রিসেপশনের আয়োজন করেছিলেন নিখিল ও নুসরত । উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ রাজনীতি ও চলচিত্র জগতের অনেক পরিচিত মুখ । কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দু’জনের সম্পর্কে চিড় ধরে ।
পরে নুসরত বিবৃতি দিয়ে জানিয়ে দেন, তিনি নিখিলের সঙ্গে আমি ‘লিভ-ইন’ করেছিলেন । এটা আইনত বিয়েই নয় । তখন থেকেই নুসরত- নিখিলের বিয়ে নিয়ে টানাপোড়েন চলছিল । তারপর গত অগাস্টে নুসরত একটি সন্তানের জন্ম দেওয়ার পর আদালতে বিবাহ বিচ্ছেদ মামলা করেন নিখিল জৈন । অবশেষে বুধবার নুসরত- নিখিলের বিয়ে বা সহবাস বিতর্কের পরিসমাপ্তি ঘটল । আদালত তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলায় সিলমোহর দিল । এদিকে ‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’-এর মামলায় কার্যত জিতে যাওয়ার পর নিখিল জৈন সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি নুসরতের সঙ্গে কোনও প্রকার সম্পর্ক রাখতে চাননা ।।
ছবি : সোশ্যাল মিডিয়া ।