এইদিন ওয়েবডেস্ক,চাঁচল,১৭ নভেম্বর : বাড়ি ফাঁকা থাকার সুযোগে একাধিক তালা ভেঙে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতিদল । বাড়ির মালিক অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বেশ কিছু নতুন কাপড়সহ ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করল মালদা জেলার চাঁচল থানার পুলিশ । পুলিশ জানায় ধৃতদের নাম চাঁদ সেখ,আমিরুল সেখ ও মানিক সেখ । ধৃতরা প্রত্যকেই চাঁচল থানা এলাকার বাসিন্দা । বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,চাঁচল শহরের আদর্শ পল্লী এলাকার বাসিন্দা আফসার আলী নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক গত সোমবার চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান,সম্প্রতি তাঁর মেয়ের বিয়ে । সেই কারনে গত শনিবার বিশেষ কাজে তাঁদের সকলকে শহরের বাইরে যেতে হয়েছিল । পরের দিন সকালে প্রতিবেশীরা ফোন করে জানান তাঁর বাড়িতে চুরি হয়েছে । এরপর তাঁরা তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন । দেখেন আলমারি ভেঙে বেশ কিছু দামি দামি শাড়ি নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা । তবে চোরের দল গহনার হদিশ করতে পারেনি । শাড়িসহ প্রায় ৩০ হাজার টাকার সামগ্রী চুরি গেছে বলে পুলিশকে জানান আফসার আলী ।
জানা গেছে,অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নামে চাঁচল থানার পুলিশ । তারপর ওইদিন রাতেই চুরি যাওয়া বেশ কিছু শাড়িসহ ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করা হয় । এদিকে এত দ্রুত চুরির কিনারা হওয়ায় পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা ।।