এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১৭নভেম্বর : রাস্তার ধারেই কাঠা দুয়েক জায়গার একাংশে বাড়ি ছিল অশীতিপর এক বৃদ্ধের । বৃদ্ধা স্ত্রীকে নিয়ে তিনি সেখানে বসবাস করতেন । স্থানীয় এক তৃণমূল নেতা তাঁদের প্রলোভন দেয় ওই জায়গাটি বেশি দামে বিক্রি করে অল্প দামের অন্য একটি জায়গার ব্যাবস্থা করে দেবে । তার জন্য সে ১০ হাজার টাকা বায়নাও নেয় । এদিকে ওই নেতার প্রলোভনে পড়ে ভিটে বিক্রি করে দেন বৃদ্ধবৃদ্ধা । কিন্তু তারপর থেকেই নেতার আর দেখা মিলছে না । ফলে নিরাশ্রয় ওই বৃদ্ধ দম্পতির দিন কাটছে খোলা আকাশের নিচে । ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তেঁতুলবাড়ি গ্রামে । শেষে বাধ্য হয়ে সেখ ভুসরা(৯০) ও বেগম বিবি নামে ওই দম্পতি পুলিশের দ্বারস্থ হয়েছেন । কিন্তু আজ পর্যন্ত কোনও বিহিত হয়নি । তাই পুরনো জায়গা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরন অনশনে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই বৃদ্ধ-বৃদ্ধা ।
স্থানীয় সুত্রে জানা গেছে,হরিশ্চন্দ্রপুরের তেঁতুলবাড়ি গ্রামের বাসিন্দা সেখ ভুসরা ও বেগম বিবির দুই ছেলে ও এক মেয়ে । সকলের বিয়ে হয়ে গেছে । ছেলেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন । ছেলেরা পরিবার নিয়ে সেখানেই থাকেন । তেঁতুলবাড়ি গ্রামে রাস্তার ধারে দু কাঠা জমির একাংশে বাড়ি ছিল ওই দম্পতির । প্রায় আড়াই মাস আগে তাঁরা বাড়িটি বিক্রি করে দেন । ক্রেতা একই গ্রামের বাসিন্দা জনৈক এক ব্যক্তি । ওই দম্পতি এযাবৎ বিক্রি হয়ে যাওয়া বাড়িতেই ছিলেন । কিন্তু দিন সাতেক আগে দম্পতিকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ।
বেগম বিবি বলেন, ‘রাঙ্গাইপুর মারাঙ্গাটোলার বাসিন্দা নাসিরুদ্দিন নামে এক তৃণমূল নেতা আমাদের বলেছিল বাড়ি বিক্রি করার পর অল্প দামে অন্য একটি জায়গা সে ব্যাবস্থা করে দেবে । জায়গাটা সে দেখিয়েও দেয় । এমনকি জায়গার জন্য সে ১০ হাজার টাকা অগ্রিমও নেয় । কিন্তু জায়গার ব্যাবস্থা করা তো দুরের কথা অগ্রিম টাকাটাও ফেরত দেয়নি নাসিরুদ্দিন । ফলে আমাদের নিরাশ্রয় অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটছে ।’
বুধবার দেখা গেল একটি ফাঁকা জায়গায় বসে রয়েছেন বৃদ্ধ দম্পতি । সেখানে অসুস্থ স্বামীর পরিচর্যা করছেন বেগম বিবি । বেগম বিবি জানান, এই জায়গাটিই কম দামে ব্যাবস্থা করে দেওয়ার কথা বলেছিল নাসিরুদ্দিন । ব্যাবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা এই জায়গায় খোলা আকাশের নিচেই দিন কাটাবেন । প্রয়োজনে স্বামী-স্ত্রী মিলে আমরন অনশনে বসবেন ।
তৃণমূল নেতা নাসিরুদ্দিন জমিজায়গার দালালিও করেন বলে জানা গেছে ৷ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে মোয়াজ্জেম ইমাম তৃণমূল সভাপতি আব্দুল মাতিন বলেন, ‘নাসিরুদ্দিন ওই বৃদ্ধ দম্পতিকে যে জায়গাটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সম্ভবত তিনি কোনও খরিদ্দারের কাছে ওই জায়গার জন্য বেশি দাম পেয়েছেন । তাই গরীব অসহায় ওই দম্পতিকে আর পাত্তা দিচ্ছেন না । কিন্তু এটা অনুচিত । আমরা যেমন তৃণমূলের সঙ্গে যুক্ত তেমনি ওই দম্পতিও তৃণমূলের সমর্থক । নাসিরুদ্দিন যদি নিজের স্বার্থে দলীয় সমর্থকদের সঙ্গে এই আচরন করেন তাহলে ওনার উপর কেউই আস্থা রাখতে পারবে না ।’ বৃদ্ধ দম্পতিকে প্রতিশ্রুতি দেওয়া জায়গাটি অবিলম্বে প্রতিশ্রুতি মত অর্থের বিনিময়ে রেজিস্ট্রি করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্লক মোয়াজ্জেম ইমাম তৃণমূল সভাপতি । অন্যদিকে এনিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা নাসিরুদ্দিনের কোনও মতামত পাওয়া যায়নি ।।