এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৫ নভেম্বর : লক্ষ্মী পুজোর দিনে এলাকায় মেলা বসেছিল । কয়েকজন মিলে ওই মেলায় জুয়োর ঠেক চালাচ্ছিল । তাদের মদত দেওয়ার অভিযোগে ৫ সিভিল ভলান্টিয়ারকে সাসপেন্ড করল মালদা জেলা পুলিশ । ওই ৫ জনকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে । তাঁরা প্রত্যেকেই মানিকচক থানায় কর্তব্যরত ছিলেন । এছাড়া একই থানায় আরও ৩ সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে দুর্গাপূজার সময় সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে,লক্ষীপূজো উপলক্ষে মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় মেলা বসেছিল । ওই মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায় বর্তেছিল ৫ সিভিক ভলেন্টিয়ার্সের উপর । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,মেলাতে কয়েকজন মিলে জুয়োর ঠেক চালাচ্ছিল । তাতে মদত ছিল মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত ৫ সিভিক ভলেন্টিয়ার্স ।
জানা গেছে,স্থানীয়দের তরফ থেকে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নামে পুলিশ । তদন্তে অভিযোগের সত্যতা প্রমানিত হলে গত ১৩ নভেম্বর জেলা পুলিশের তরফ থেকে ৫ সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে সাসপেন্সন ওর্ডার জারি করা হয় । জেলার পুলিশের এই পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারা ।।