দিব্যেন্দু রায়,বর্ধমান,১৫ নভেম্বর : বর্ধমান শহরের একটি আবাসন থেকে ৫ টি লক্ষ্মী প্যাঁচা উদ্ধার করল অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । বর্ধমান শহরে বিবেকানন্দ কলেজ মোড়ে হাজরা মাঠ এলাকায় রয়েছে ওই আবাসনটি । সোমবার সকালে খবর পেয়ে আবাসনের একটি ফ্লাটের স্টোর রুম থেকে প্যাঁচাগুলিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা অর্ণব দাস । ৫ টি প্যাঁচার মধ্যে একটি মা ও ৪টি তার শাবক রয়েছে বলে তিনি জানান ।
বর্ধমানের অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, লক্ষ্মীপ্যাঁচা বা বার্ণ আউলের(Barn Owl) এর বিজ্ঞানসম্মত নাম টয়োটা অ্যালবা(Tyto alba)। সাধারনত মাঝারি থেকে বৃহৎ আকৃতির হয়ে থাকে এই পাখিটি ৷ শরীরের তুলনায় মুখমণ্ডল অনেকটাই বড় । বর্গাকৃতির লেজ এর প্রধান বৈশিষ্ট্য । পায়ের থাবায় রয়েছে সুতীক্ষ্ণ নখ ৷ মূলত গ্রাম এলাকার এদেরকে দেখা যায় । নিশাচর এই পাখিটি মাংশাসী । ইঁদুর ছাড়া পায়রা বা ওই জাতীয় পাখিদের রাতের অন্ধকারের এরা শিকার করে খায় । লক্ষ্মীপেঁচা বা টয়োটা অ্যালবা ছাড়াও এই ধরনের পাখি আরও দুটি প্রজাতি রয়েছে । সেই দুটি হল অস্ট্রেলেশিয়ান গ্রাস-আউল (Tyto longimembris) ও অরিয়েন্টাল বে-আউল (Phodilus badius) ।
অর্ণব দাস বলেন, ‘এক সময়ে এলাকায় প্রচুর লক্ষ্মী প্যাঁচা বা বার্ণ আউল দেখা যেত । কিন্তু চোরা শিকারিদের কারনে এর সংখ্যা অনেক কমে গেছে ।’ তিনি বলেন, ‘আজ যে ৫ টি প্যাঁচাকে উদ্ধার করা হয়েছে তারা মোটামুটি সুস্থই আছে । তবু আরও একবার প্রাথমিক চিকিৎসা করা হবে । তারপর উর্দ্ধতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন ।’।