এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ নভেম্বর : গৃহস্থবাড়ির লোকজন দুদিনের জন্য বাড়িতে তালা দিয়ে হয়তো আত্মীয়বাড়ি গিয়েছেন । অথবা কোনও পরিবার তিন চারদিনের জন্য ছোটখাটো ট্যুরে গিয়েছেন । বাড়ি ফিরে এসে দেখলেন বাড়ির তালা ভেঙে মূল্যবান সামগ্রী সব সাফ করে দিয়ে গিয়েছে চোরের দল । এ ঘটনা এখন আকছার ঘটছে । বিশেষ করে শহরাঞ্চলে বেড়েছে গৃহস্থবাড়িতে চুরির ঘটনা। বাড়িতে লোকজনের না থাকার সুযোগ কাজে লাগিয়ে হাতসাফাই করে দিয়ে চলে যাচ্ছে দুস্কৃতীরা। গৃহস্থবাড়িতে চুরি ঠেকাতে নতুন ভাবনা পূর্ব বর্ধমান জেলা পুলিশের । বাড়িতে লোকজন না থাকার সময় চুরি আটকাতে জেলা পুলিশ চালু করতে চলেছে নতুন একটি আ্যপ । সোমবার কাটোয়া থানায় সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে একথা জানালেন জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন । তিনি জানান, মূলত জেলার শহরগুলির বাসিন্দাদের সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই নতুন আ্যপ চালু করা হতে চলেছে। নতুন বছরের শুরুতেই এই আ্যপ চালু হয়ে যাবে বলে আশাবাদী পুলিশ সুপার ।
প্রসঙ্গত, কাটোয়া থানা এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। শুধুমাত্র কাটোয়া বা দাঁইহাট শহরেই নয়, কাটোয়া থানার প্রত্যন্ত গ্রামগুলিকেও সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় রাখার উদ্দেশ্যে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় তিনশোরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে । তার জন্য সোমবার থেকেই কাটোয়া থানায় চালু হল একটি কন্ট্রোল রুম । এদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসেন জেলার পুলিশ সুপার । ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা(গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক সহ পুলিশ আধিকারিকরা । এই অনুষ্ঠানেই পুলিশ সুপার নতুন আ্যপ চালুর কথা ঘোষণা করেন । পুলিশ সুপার বলেন, ‘জেলায় মোট ৬ টি শহর রয়েছে । এই শহরগুলির বাসিন্দাদের সুরক্ষা দিতে মূলত এই আ্যপ চালু হতে চলেছে । আশা করছি আগামী জানুয়ারি মাসের মধ্যেই চালু হয়ে যাবে।’
আ্যপের সুবিধা নিয়েও ব্যাখ্যা করেছেন পুলিশ সুপার । তিনি জানান যদি কোনও পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে দু পাঁচদিনের জন্য বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করেন তাদের বাড়ির প্রতি পুলিশ নজরদারি রাখার ব্যবস্থা করবে । তার আগে ওই গৃহকর্তা বা গৃহকর্তীকে নিজেদের ইলেকট্রিক বিলের বা গ্যাসের সংযোগের আইডি নম্বর দিয়ে আ্যপে লগ ইন করে আমাদের জানিয়ে রাখতে হবে । তার সঙ্গে আপলোড করতে হবে সংশ্লিষ্ট বাড়ির একটি ফটো । পুলিশ সুপার জানান তারপর দিনে অন্তত দুবার পুলিশ ওই বাড়ির প্রতি নজর রাখবে। পুলিশ সুপার জানান, বর্ধমান শহরে বাড়িতে চুরির ঘটনা বেড়ে গিয়েছে । চুরির ঘটনা ঘটলে অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে। এই নতুন আ্যপ চালু হলে চুরি অনেকটাই আটকানো যাবে বলে আশাবাদী পুলিশ সুপার ।।