এইদিন ওয়েবডেস্ক,কালিয়াচক(মালদা),১৫ নভেম্বর : শ্বশুরবাড়িতে মেয়েকে মারধর করা হচ্ছে শুনে স্ত্রী ও ছেলেকে নিয়ে সেখানে ছুটে গিয়েছিলেন বাবা । মারধরের প্রতিবাদ করায় মেয়ের শ্বশুর-শাশুড়ি ও দেওর মিলে তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার লালুটোলা এলাকায় । হামলার জেরে গৃহবধূর বাবা বিনয়চন্দ্র দাস ও তাঁর স্ত্রী গায়ত্রী দাসের মাথা ফেটে যায় । আহতদের প্রথমে চিকিৎসার জন্য কালিয়াচক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । পরে তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে,পেশায় জনমজুর বিনয় চন্দ্র দাসের এক ছেলে ও এক মেয়ে । বছর দশেক আগে মেয়ে কবিতা দাসের বিয়ে হয় একই এলাকার বাসিন্দা বিবেকানন্দ দাসের সঙ্গে । কিন্তু বিয়ের পর থেকেই কবিতাদেবীর শ্বশুর-শাশুড়ি ও দেওর মিলে তাঁর উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ ।
বিনয়বাবু বলেন, ‘রবিবার রাতে মেয়ে আমাদের ফোন করে জানায় তাকে একটা ঘরে আটকে রেখে দেওয়া হয়েছে । এদিন সকালে খবর পাই মেয়ের শ্বশুর-শাশুড়ি ও দেওর মিলে তাকে খুব মারধর করছে । খবর পেতেই আমরা সেখানে ছুটে যাই । মেয়ের শ্বশুরবাড়ির সামনে একটি কালী মন্দির রয়েছে । আমরা গিয়ে দেখি ওই মন্দিরের সামনে আমার মেয়েকে ফেলে তার শ্বশুর-শাশুড়ি ও দেওর মিলে খুব পেটাচ্ছে । আমরা প্রতিবাদ করি । তখন ওই তিনজন মিলে ধারাল অস্ত্র নিয়ে আমাদের উপর চড়াও হয় । আমার ও আমার স্ত্রীর মাথা ফেটে যায় । আমাদের ছেলেও আহত হয় । স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।’
জানা গেছে,এদিন আক্রান্তদের তরফ থেকে কবিতা দাসের শ্বশুর রামচন্দ্র দাস, শাশুড়ি রেখা দাস ও দেওর ভৈরব দাসের বিরুদ্ধে কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । পুলিশ অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে ।।