এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১৪ নভেম্বর : শনিবার গভীর রাতে জাতীয় সড়কের পাশ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । কিছুটা পাশেই পড়েছিল মৃতের মোটরবাইকটি । পুলিশ জানায় মৃতের নাম সেলিম খান(৩০) । তাঁর বাড়ি চাঁচল থানার হাজাতপুর গ্রামের খানপাড়ায় । রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । মৃতের পরিবারের অভিযোগ, জমিজায়গা নিয়ে বিবাদের জেরেই খুন হয়েছে সেলিমকে । এনিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মৃত যুবকের মা সালেহা বিবি ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,চাঁচল থানার হাজাতপুর গ্রামের খানপাড়ার বাসিন্দা সেলিম খানের বাড়িতে রয়েছেন বৃদ্ধা বিধবা মা সালেহা বিবি,স্ত্রী ও সন্তান । সেলিম ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন । সেলিমের বাবা দীর্ঘদিন আগে মারা গেছেন । তাঁর বাবার দুটি বিয়ে । তিনি প্রথমপক্ষের সন্তান । দ্বিতীয় পক্ষের এক ছেলে ও ৬ মেয়ে । পৈতৃক কিছু জমিজমা রয়েছে সেলিমদের । তা নিয়ে সৎ ভাই গনি খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । সোমবার এনিয়ে গ্রামে একটি সালিশিসভা বসার কথা ছিল । কিন্তু তার আগেই সেলিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,শনিবার গভীর রাতে ৮১ নম্বর জাতীয় সড়কে রুটিন টহলদারি চালাচ্ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । ভ্যানটি হরিশ্চন্দ্রপুর থানার কনুয়ার কাছাকাছি আসতেই জাতীয় সড়কের পাশে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে । মৃতদেহের পাশেই পড়েছিল তাঁর বাইকটি । পুলিশ মৃতদেহ ও বাইকটি উদ্ধার করে থানায় আনে । তারপর মৃতের মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে তাঁর বাড়িতে ফোন করে ঘটনার কথা জানায় পুলিশ ।
মৃত যুবকের সম্বন্ধী মহবুল হক বলেন, ‘শনিবার সকালেই জোগাড়ের কাজের জন্য নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল সেলিম । কিন্তু রাত্রি ১০ টা সাড়ে দশটা পর্যন্ত সে বাড়ি ফিরছে না দেখে আমার বোন তাকে ফোন করে । তখন সেলিম জানায় সে বাড়ি ফিরছে । তারপর রাত্রি প্রায় ১২ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা থেকে বোনকে জানানো হয় রাস্তার পাশ থেকে সেলিমের মৃতদেহ উদ্ধার হয়েছে । খবর পেতেই আমরা থানায় গিয়ে সেলিমের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখি ।’ সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই সেলিমকে খুন করা হয়েছে বলে সন্দেহ মহবুল হক ও মৃতের মা সালেহা বিবির । অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ । পুলিশ জানিয়েছে,অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে ।।