এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৪ নভেম্বর : মহারাষ্ট্রের গড়চিরৌলি (Gadchiroli) জেলার ধানোরা (Dhanora) গ্রামের কাছে জঙ্গলে পুলিশের এনকাউন্টারে ২৬ জন নকশালপন্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অঙ্কিত গোয়েল । মৃতদের মধ্যে রয়েছে নকশাল নেতা মিলিন্দ তেলতুম্বডে(Milind Teltumbde) । যার উপর ৫০ লাখ টাকার পুরষ্কার ঘোষণা করেছিল মহারাষ্ট্র পুলিশ । বাকি মৃতদের মধ্যে ১৯ জন পুরুষের পাশাপাশি ৬ জন মহিলাও রয়েছে বলে জানা গেছে ।
মুম্বাই থেকে পূর্ব মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার দূরত্ব প্রায় ৯০০ কিমি । এই জেলাটি ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত । পুলিশ সুত্রে খবর,গোপন সুত্র থেকে খবর পেয়ে শনিবার সকালে গড়চিরৌলি জেলার ধানোরা গ্রামের কাছে মারদিনটোলা বনাঞ্চলের কোরচিতে তল্লাশি অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ পুলিশ কমান্ডোদের একটি দল । কমান্ডোরা জঙ্গলে ঢুকতেই নকশালপন্থীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় । প্রায় ১২ ঘন্টা ধরে চলে গুলির লড়াই । এনকাউন্টারে ২৬ জন নকশালপন্থীর মৃত্যু হয় । মৃতদের মধ্যে রয়েছেন মিলিন্দ তেলতুম্বডেও । উল্লেখ্য,শীর্ষ নকশাল কমান্ডার মিলিন্দ ভীমা কোরেগাঁও মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন । মিলিন্দের স্ত্রীও মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন । তাঁকে ২০১১ সালে গ্রেফতার করে পুলিশ ।
গড়চিরৌলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানিয়েছেন,এনকাউন্টার চলাকালীন মাওবাদীদের গুলিতে জখম হয়েছেন ৪ জন জওয়ান । তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । পরে তাঁদের হেলিকপ্টারের সাহায্যে নাগপুরে নিয়ে যাওয়া হয় । সেখানে অরেঞ্জ সিটি হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্রিটিক্যাল কেয়ার কমপ্লেক্সে আহত চার জওয়ানের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।।