এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৩ নভেম্বর : একটি ডাম্পারের সহচালকের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়া জেলার মেজিয়া থানা এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম শুভেন্দু মন্ডল । তাঁর বাড়ি শালতোড়া থানার গোটা গ্রামে । শনিবার সকালে মেজিয়ার গোস্বামীগ্রামের ঝোপের মধ্যে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহটি উদ্ধার হয় । খবর পেয়ে মেজিয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । পরে দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।
জানা গেছে, গোস্বামীগ্রামের বাসিন্দা পেশায় ডাম্পার চালক রাজীব মন্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে সহচালক হিসাবে কাজ করছিলেন শুভেন্দু মন্ডল নামে ওই যুবক । রাজীববাবু জানান, এদিন সকালে একজন ফোন করে জানায় ঝোপের একটি গাছে কেউ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে । তারপর তিনি গিয়ে শুভেন্দুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তিনি বলেন, ‘শুভেন্দুর মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল । দু’পা ছিল মাটিতে । গলায় একটা কালশিটে দাগও দেখা যায় । আমার সন্দেহ শুভেন্দুকে কেউ বা কারা প্রাণে মেরে ফেলার পর ওই গাছে ঝুলিয়ে দিয়েছে ।’ তবে খুনের কারন নিয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।