এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ নভেম্বর : কর্মসুত্রে মালদা জেলার গাজোলে ভাড়া বাড়িতে থাকতে হয় । কালীপূজোর পর পরিবার নিয়ে দেশের বাড়ি গিয়েছিলেন নিবেদন পোদ্দার নামে জনৈক এক ব্যক্তি । কয়েকদিন ধরেই তালা বন্ধ রয়েছে ঘর । সেই সুযোগে গেট ও ঘর মিলিয়ে একাধিক তালা ভেঙে লুটপাট চালালো দুষ্কৃতিরা । দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার ধর্মতলা এলাকায় । সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে । শনিবার সকালে চুরির বিষয়টি নজরে আসার পর পরিবারের পক্ষ থেকে এনিয়ে গাজোল থানায় জানানো হয় ।
জানা গিয়েছে,জলপাইগুড়িতে বাড়ি পেশায় চাকুরীজীবি নিবেদন পোদ্দারের । ধর্মতলা মোড়ের বাসিন্দা বর্ণালী মন্ডল নামে জনৈক এক মহিলাদের দু’তলা বাড়ির নিচের তলার ঘর ভাড়া নিয়ে তিনি বিগত প্রায় ৪ বছর ধরে সপরিবারে বসবাস করছেন । উপর তলায় থাকেন বাড়ির মালিকরা ।
বর্ণালীদেবী বলেন, ‘কালীপূজোর সময় নিবেদনবাবু পরিবার নিয়ে দেশের বাড়ি গেছেন । ঘর তালা বন্ধ ছিল । কিন্তু এদিন সকালে দেখি ঘর খোলা । বাইরে জুতো পড়ে রয়েছে । নিবেদনবাবুরা ফিরে এসেছেন মনে করে বিষয়টি বিশেষ গুরুত্ব দিইনি । কিন্তু দীর্ঘক্ষণ ধরে ঘর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না দেখে পাড়ার বাসিন্দা কীর্তনীয়া মাসির পরামর্শে ঘরে ঢুকি । দেখি সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে । তখন বুঝতে পারি চুরির ঘটনা ঘটেছে । এরপর বিষয়টি প্রতিবেশীদের জানাই ৷ নিবেদনবাবুর আত্মীয়দেরও খবর দেওয়া হয় ।’
জানা গেছে,নিবেদনবাবুর এক শালি মিঠু ঘোষও থাকেন ধর্মতলা এলাকায় । খবর পেয়ে মিঠুদেবী ও তাঁর স্বামী ছুটে আসেন । মিঠুদেবী জানিয়েছেন,তাঁর দিদির সোনার অলঙ্কার,একটি এলইডি টিভিসহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে । চুরির কথা দিদি জামাইবাবুকে ফোনে জানানোর পাশাপাশি গাজোল থানাতেও জানানো হয় বলে তিনি জানান ।
এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ । তবে এদিন বিকেল পর্যন্ত চুরির কোনও কিনারা করতে পারেনি পুলিশ ।।