প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ নভেম্বর : কোচবিহারে বিএসএফের গুলিতে তিন জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিএসফকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তার জন্য শুক্রবার বেনজির ভাষার উদয়ন গুহকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ । পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবি জানাতে এদিন বর্ধমানে এসে দিলীপ ঘোষ বলেন ,’অন্য দেশ থেকে কেউ ঢুকলে তাকে আটকানোটাই বিএসএফের কাজ । বাংলাদেশী,রোহিঙ্গা ও চোরাচালান কারীদের বিএসএফ আটকাবেই । তা নিয়ে উদয়ন গুহর এত আপত্তি কিসের ।গুলিতে দু’জন বাংলাদেশী মারা গেছে তো ওনার কি হচ্ছে।এরাই কি শিতলকুচিতে ঝামেলা করেছিল? গরু পাচারকারী মারা গেছে বলে ওনার দুঃখ হচ্ছে। কারণ ওরাই তো আসলে তৃণমূলকে ভোট দেয়।বাংলাদেশীরাই ওনাকে ১ লক্ষ ৬৭ হাজার ভোটে জিতেছেন।তাই বিএসএফের গুলি চালানো নিয়ে ওনার এত বিরোধিতা বলে দিলীপ ঘোষ মন্তব্য করেন ।
উদয়ন গুহর পাশাপাশি এদিন কংগ্রেস সাংসদ
অধীর চৌধুরী ও রাজ্য সরকারকেও এক হাত নেন দিলীপ ঘোষ । তিন বলেন, অধীর চৌধুরী জানেন না, “যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন পাঞ্জাব ও রাজস্থানে বিএসএফের এলাকা বাড়ানো হয়েছিল“। রেশন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন,“কেন্দ্র তো এতদিন বিনা মূল্যে রেশন দিয়েছে। এবার রাজ্য সরকার বিনা মূল্যে রেশন দিক।পাশাপাশি তিনি এও বলেন,’অনেই রাজ্য পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে । শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার দাম কমাচ্ছে না ।’ পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতেই এখন ’এগিয়ে বাংলা ’ বলে দিলীপ ঘোষ এদিন কটাক্ষ করেন ।
পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে
এদিন দুপুর বর্ধমানের বীরহাটা মোড় থেকে কার্জনগেট পর্যন্ত বিজেপি কর্মীদের মিছিল করার কথা ছিল । কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ বিজেপির মিছিল আটকে দিলে ধুন্ধুমার বেঁধে যায় । বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এই নিয়ে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বেশ কিছুক্ষণ চরম ধস্তাধস্তি চলে।তারপর দিলীপ ঘোষ রাস্তায় বসে পড়েন মিছিল আটকানোর প্রতিবাদে।পরে সেখানে দাঁড়িয়েই দিলীপ ঘোষ
রাজ্য সরকার ও উদয়ন গুহকে কড়া ভাষার
আক্রমণ করেন।বিজেপির এদিনের কর্মসূচীতে রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সহ জেলা বিজেপি নেতৃত্বও উপস্থিত থাকেন ।।