এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরুপাচার রুখতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হল বিএসএফকে । জানা গেছে,শুক্রবার ভোর রাত্রি ২ টো নাগাদ কোচবিহার জেলার সিতাইয়ের চামটা এলাকায় কয়েকজন বাংলাদেশী গরু পাচারকারী ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফকের জওয়ানরা বাধা দেয় । তখন পাচারকারীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় বলে অভিযোগ । আত্মরক্ষার জন্য পালটা গুলি চালায় বিএসএফ । শেষ পর্যন্ত বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশী পাচারকারীর মৃত্যু হয় বলে জানা গেছে । এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে সিতাই থানার পুলিশ ।
ঘটনার পর বিএসএফ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, চোরাকারবারীরা সীমান্তের বেড়া পার হওয়ার জন্য লোহার রড ব্যবহার করে সিঁড়ি তৈরি করছিল । বিএসএফ বাধা দিতে গেলে পাচারকারীরা জওয়ানদের ওপর হামলা চালায় । তখন আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ জওয়ানরা । ঘটনায় ৩ জন মারা যাওয়ার খবর জানালেও এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে পারেননি কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ।।