এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১১ নভেম্বর : পেট্রোপণ্যের উপর রাজ্যের শুল্ক কমানোর দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে ‘ জনবিরোধী সরকার’ বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের বৈলাপাড়ায় দলের জেলা কার্যালয় থেকে রসিকগঞ্জ বাসস্ট্যাণ্ড পর্যন্ত সাইকেল মিছিল বের করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব । তাতে অংশ নেন রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থী,স্থানীয় বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারসহ শতাধিক বিজেপি কর্মীসমর্থক ।
মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য রাখেন রাজু বন্দ্যোপাধ্যায় । সেই সভায় তিনি বলেন, ‘দিপাবলীর উপহার স্বরূপ পেট্রোল- ডিজেলের দাম কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী । তাঁর দেখাদেখি ২৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল- ডিজেলের দাম কমিয়েছে ৷ উত্তরপ্রদেশের মত বড় রাজ্যের পাশাপাশি ত্রিপুরা ও সিকিমের মত ছোট রাজ্যগুলোও পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে দিল ।’ এরপর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলে, ‘দিদি, আপনারা যে বলেন আপনাদের সরকার নাকি জনদরদী সরকার । আর আমরা বলছি এটা জনবিরোধী সরকার । দু’মুখো নীতি । আগে বলতেন মোদী কেন তেলের দাম বাড়াচ্ছ । এবার ঠ্যালা বোঝো । মোদী এবার তেলের দাম কমিয়ে দিয়েছেন । তুমি যাবে কোথায় ? যদ দিন পর্যন্ত তুমি তেলের দাম না কমাচ্ছ বিজেপি তোমায় ছাড়বে না ।’
এদিন বাসের ভাড়া বৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে একহাত নেত রাজু । তিনি বলেন, ‘যে বাসের ভাড়া ১০ টাকা ছিল তা আজ ৩০ টাকা হয়ে গেছে । সরকারের কোনও গাইডলাইনই নেই ।’ তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়া কিছুই জানেন না । সেদিন পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে হাওড়া ব্রিজে স্কুটার চালিয়েছিলেন । সাধারন মানুষের স্বার্থে ওনার এই আন্দোলন তখন ভালোই লেগেছিল । কিন্তু এখন ? কেন্দ্র সরকার দাম কমালেও উনি শুল্ক কমাচ্ছেন না কেন ? রাজ্য সরকার মদের দাম কমাচ্ছে পেট্রোলের নয় ।’
বিজেপি রাজ্য নেতার এদিনের এই মন্তব্য প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, ‘রাজু বন্দ্যোপাধ্যায়কে উপদেশ দেবো যত তাড়াতাড়ি সম্ভব বাঁকুড়ার মাটি থেকে আপনি বিদায় নিন । আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন কত পেট্রোল-ডিজেলের দাম কত ছিল ? এখন কত দাম ? আগে সেই দাম কমান । তারপর পেট্রোল ডিজেল নিয়ে আন্দোলন করবেন।।