এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,১১ নভেম্বর : তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে ১৯৭০ সালে সাম্প্রদায়িক হিংসার শিকার বহু হিন্দু পরিবার প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল । অধিকাংশ পরিবার পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিলেও বেশ কিছু বাস্তুচ্যুত পরিবার আশ্রয়ের খোঁজে ভারতের অনান্য রাজ্যে চলে যায় । এমনই ৬৩ পরিবার বসবাস করছেন উত্তরপ্রদেশের কানপুরে । ওই সমস্ত পরিবারগুলিকে নতুনভাবে পুনর্বাসন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার । সরকারের তরফ থেকে প্রত্যেক পরিবারকে সরকারিভাবে ২ একর করে জমি ও বাড়ি নির্মানের জন্য ২০০ বর্গ মিটার করে জায়গা দেওয়া হবে । শুধু তাইই নয়, বাড়ি তৈরির জন্য পরিবারগুলিকে মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুদান দেওয়ার ব্যাবস্থাও করবে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার মন্ত্রিসভায় ওঠা এই প্রস্তাবকে অনুমোদনও দিয়ে দিয়েছেন ।
১৯৭০ সালে পূর্ব পাকিস্তান থেকে ওই সমস্ত বাঙালি পরিবারগুলো উত্তরপ্রদেশের কানপুরে এসে আশ্রয় নিলে তাঁদের স্থানীয় মদন কটন মিলে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয় । কিন্তু তার পাঁচ বছরের মাথারেই ওই কটন মিলটি বন্ধ হয়ে যায় । ফলে বিপাকে পরে যায় ওই পরিবারগুলি । তারপর থেকে বিগত প্রায় ৩০ বছর ধরে কঠিন জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ওই সমস্ত বাঙালি হিন্দু পরিবারগুলি ।
পরবর্তীকালে রাজ্যে বিজেপি সরকার আসার পরেই পরিবারগুলিকে নতুনভাবে পুনর্বাসনের দাবি উঠতে শুরু করেছিল । অবশেষে বুধবার এই প্রস্তাবকে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বাস্তুচ্যুত ওই পরিবারগুলির জন্য ইতিমধ্যে কানপুরের দেহাতে ৩০০ একর জমিও চিহ্নিত করা হয়েছে । রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজস্ব মনোজ কুমার সিং শীঘ্রই জমি পরিদর্শনে যাবেন বলে জানা গেছে । এছাড়া ওই সমস্ত পরিবারগুলির জীবনযাপনের মান উন্নয়ের জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে যোগী সরকার । সেই লক্ষ্যে কৃষিকাজের জন্য সেচের ব্যাবস্থা ও জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্পের আওতায় কর্মসংস্থানের ব্যাবস্থাও করবে রাজ্য সরকার ।।