এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম(ইংল্যান্ড),১০ নভেম্বর : বিয়ে করলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই । মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালানোর অপরাধে পাকিস্তানে তালেবান জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল । কিন্তু ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান মালালা । তারপর থেকেই প্রাণ বাঁচাতে মধ্য ইংল্যান্ডের বার্মিংহামে বসবাস করছেন । মঙ্গলবার ছোটখাটো অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের পরিনয়পর্ব সম্পন্ন হল বলে ট্যুইটারে জানিয়েছেন মালালা । সঙ্গে কয়েকটি বিয়ের ছবিও তিনি পোস্ট করেছেন ।
মালালা লেখেন, ‘আজ আমার জীবনের একটি অতি মূল্যবান দিন । আসের (মালিক) এবং আমি দু’জনে মিলে একসাথে পথচলা শুরু করলাম । আমরা আমাদের পরিবারের সাথে বার্মিংহামে বাড়িতে একটি ছোট নিকাহ অনুষ্ঠান উদযাপন করেছি ।আপনারা আমাদের আশীর্বাদ দিন । বাকি জীবনে একসাথে পথ চলার অনুভূতি উপভোগের জন্য আমরা রোমাঞ্চিত ।’
উল্লেখ্য,পাকিস্থানের সোয়াত এলাকার বাসিন্দা মালালা ইউসুফজাইয়ের বয়স যখন মাত্র ১৫ বছর তখন পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের তাঁর জঙ্গিরা মাথায় গুলি করে । ২০১২ সালের ওই দিনে বাসে চড়ে স্কুল যাচ্ছিলেন মালালা । দেশ ও বিদেশে বেশ কয়েক মাস চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে ওঠেন । তারপর নিজের জীবন কাহিনী নিয়ে একটি বই লেখেন । ‘আমি মালালা’ নামে ওই বইটি ব্যাপক জনপ্রিয়তা পায় । রেকর্ড সংখ্যক বিক্রি হয় বইটি ।
এরপর ২০১৪ সালে ভারতের ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যুগ্মভাবে মালালাকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় । তখন মালালা ১৭ বছরের কিশোরী ।
গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে ডিগ্রি নিয়ে স্নাতক হন মালালা ইউসুফজাই । বর্তমানে তাঁর বয়স ২৪ বছর । এরই মধ্যে বিশ্বজুড়ে মেয়েদের শিক্ষার জন্য ‘মালালা ফান্ড’ নামে একটি অলাভজনক তহবিল গড়ে তুলেছেন । সেই তহবিল থেকে আফগানিস্তানের নারী শিক্ষার জন্য ২ মিলিয়ন ডলার খরচ করেছেন । সমাজসেবার পাশাপাশি এবার সংসার জীবনে প্রবেশ করলেন মালালা ।।