এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৯ নভেম্বর : মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার-এ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সোমবার ৫০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছিল ট্যুইটার । সেই তালিকায় প্রথমস্থানে রয়েছেন বিখ্যাত মার্কিন গায়িকা টেলর সুইফট । কনসিউমার ইন্টেলিজেন্স কোম্পানী ব্রান্ডওয়াচ (consumer intelligence company brandwatch) দ্বারা পরিচালিত বার্ষিক সমীক্ষায় এই তালিকা তৈরি করা হয়েছে । প্রসঙ্গত,ব্র্যান্ডওয়াচ হল সেই কোম্পানী যারা সোশ্যাল মিডিয়া ডেটা ব্যবহার করে অনান্য বিভিন্ন কোম্পানিগুলিকে তাদের ব্র্যান্ডের অনলাইন উপস্থিতি বিশ্লেষণ করার জন্য তথ্য এবং সরঞ্জাম সরবরাহ করে ।
এই তালিকায় প্রধানমন্ত্রী ছাড়া ভারতীয়দের মধ্যে স্থান পেয়েছে ক্রিকেটর সচিন তেন্ডুলকর । তিনি ৩৫ তম স্থানে রয়েছেন । তেন্ডুলকারে পিছনে রয়েছেন বিখ্যাত মার্কিন অভিনেতা ডোয়াইন জনসন ওরফে দ্য রক, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ।।