এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ নভেম্বর : সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর রাজ্য মন্ত্রিসভার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়কে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হল । এছাড়া রদবদল করা হয়েছে বেশ কিছু দপ্তরে । পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হতে চলেছেন বেচারাম মান্না ৷ বর্তমানে জলসম্পদ দফতরের দায়িত্বে থাকা মানস ভুঁইয়াকে ক্রেতা সুরক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে । ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে । তিনি অসুস্থ থাকায় তাঁর স্থলাভিষিক্ত করা হল সবংয়ের তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়াকে ।এছাড়া অর্থমন্ত্রী অমিত মিত্র শারিরীক সমস্যার কারনে অব্যাহতি নিয়েছেন । আপাতত অর্থদপ্তর সামলাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে অমিত মিত্রকে পুরোপুরি অব্যাহতি দেননি মুখ্যমন্ত্রী । তাঁকে মুখ্য আর্থিক উপদেষ্টা করা হয়েছে৷
এদিকে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে । শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প-পুনর্গঠন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে । নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার বিধানসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় ।।