দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ নভেম্বর : মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বাবা । তারই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রামপ্রবেশ পান্ডে । তার বাড়ি বিহারের দ্বারভাঙ্গা এলাকায় । ধৃত ব্যক্তি পরিবার নিয়ে ভাতার বাজারের সারদাপল্লি এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন । রবিবার রাতে তাঁকে সেখান থেকেই গ্রেফতার করে পুলিশ । সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,নর্জার একটি কাগজকলে কাজ করেন রামপ্রবেশ পান্ডে । সেই সুত্রে সারদাপল্লিতে ওই ভাড়াবাড়িতে স্ত্রী রমা পান্ডে(মণ্ডল) ওরফে রিয়া ও দুই শিশুকন্যাকে নিয়ে তিনি থাকতেন । রবিবার ভোরের দিকে ভাড়াবাড়ির একটি ঘরে রিয়াদেবীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় । পরে বিকেল নাগাদ মৃতার বাবা হাওড়া জেলার উলুবেড়িয়ার বাসিন্দা চিত্তরঞ্জন মন্ডল এনিয়ে থানায় তাঁর জামাই রামপ্রবেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, রামপ্রবেশ মদের নেশায় আসক্ত । প্রায় দিনই সে মদ পান করত । তাঁর মেয়ে প্রতিবাদ করলে সে মারধর করত । সেই অত্যাচার সহ্য করতে না পেরেই মেয়ে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ চিত্তরঞ্জনবাবুর । এদিকে অভিযোগ পেতেই ওইদিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।।