প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ নভেম্বর :কালীপুজো মিটতে না মিটতেই ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল পূর্ব বর্ধমানের বিজয়রাম ।রবিবার সন্ধ্যায় বর্ধমান ১ নম্বর ব্লকের বিজয়রামের কুয়েপাড়ায় হওয়া তৃণমূল ও বিজেপির সংঘর্ষে জখম হয় তিন বিজেপি সমর্থক । বর্ধমান থানার বিশাল পুলিশ ও র্যফবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে।উত্তেজনা থাকায় এলাকায় জারি রয়েছে পুলিশ টহল। ঘটনা নিয়ে উভয় পক্ষই অভিযোগ এনেছে একে আপরের বিরুদ্ধে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
আক্রান্ত বিজেপি সমর্থকদের অভিযোগ , বিধানসভা নির্বাচনের আগে থেকেই তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। ভোট মিতেই তাঁদের পাড়ায় হামলা হয়। তার কারণে সেই সময়ে বেশ কয়েকজন ঘরছাড়া হয় । পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এলাকার বিধায়ক নিশীথ মালিক উদ্যোগ নিয়ে তাঁদের ঘরে ফেরার ব্যবস্থা করেন । তার পরেও ঘরে ফেরাদের
উপর এলাকার তৃণমূলে কিছু কর্মীর আক্রোশ
রয়েই গিয়েছিল । সেই আক্রোশ মেটাতে এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মদ্যপ অবস্থায়
পাড়ায় চড়াও হয় । পাড়ার বিজেপি কর্মীদের ঘর ও দোকানে হামলা চালায়। ভাঙচুর করে। এমনকি ওই তৃণমূল কর্মীরা পাড়ার বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদেরও মারধোর করে । মহিলারাও রেহাই পান নি । বিজেপির জেলা সাধারণ সম্পাদক এস আর বন্দ্যোপাধ্যায় বলেন,কী ঘটেছে তা সবাই জানেন। এলাকায় এসে জাত তুলে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়েছে।এবিন একজন মহিলা সহ তিনজনকে মারা হয়েছে। এক মহিলা কর্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে।এদিনের ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হবে।প্রয়োজনে কেন্দ্রীয় সাহায্যও চাওয়া হবে ।’
যাদিও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবি করেছেন ,বিজেপির কর্মী সমর্থকরাই বারেবারে হামলা চালিয়ে এলাকা অশান্ত করেছে। এদিনের ঘটনার জন্যও বিজেপির । এলাকার তৃণমূল কংগ্রেসের নেত্রী কাকলি গুপ্ত বিজেপি সমর্থকদের আনা মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন ,’এলাকায় খোঁজ নিয়ে জেনেছি কালিপুজো নিয়ে এলাকায় একটা গন্ডগোল হয়েছে। সেই ঘটনায় রাজনীতির রঙ লাগিয়ে দিয়ে বিজেপি নেতারা তৃণমূলের বদনাম করতে চাইছে ।’।