প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৭ নভেম্বর : হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের নাম ঝন্টু মুদি । তাঁর বাড়ি হুগলীর আরামবাগ থানার বিশমাইল এলাকায়।পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার কুলডাঙা গ্রাম নিবাসী দিদির বাড়িতে বেড়াতে আসা বধূকে ধর্ষণের অভিযোগে মাধবডিহি থানার পুলিশ শনিবার রাতে ঝন্টু মুদিকে গ্রেপ্তার করে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । তদন্তের প্রয়োজনে ধৃতকে ৭ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতকে ৪ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, বছর ২৫ বয়সী নির্যাতিতা
গৃহবধূর বাড়ি হুগলির হরিপাল থানার মশাই মোড় এলাকায়।প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে হয় ।কালীপুজো উপলক্ষে গত শুক্রবার তিনি তঁর দ্বিতীয় পক্ষের স্বামী ও পরিবারের লোকজনের সঙ্গে মাধবডিহির কুলডাঙায় দিদির বাড়িতে আসেন।পুজোর পর অনেক রাত অবধি নাচ–গানের অনুষ্ঠান হয়। তা দেখে গভীর রাতে তিনি বাড়ি ফিরে আসেন। তারপর ওইদিন রাত দেড়টা নাগাদ তাঁর স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে যাবার পরেও স্বামী ঘরে না ফেরায় গৃহবধূ তাঁর স্বামীকে খুঁজতে বের হন। ওই সময়ে গৃহবধূকে রাস্তায় একা পেয়ে ঝন্টু নানা হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ । বাড়ি ফিরে ঝন্টুর কুকীর্তির কথা নির্যাতিতা গৃহবধূ তাঁর দিদিকে জানান ।পরে তিনি নিজেই তাঁর উপর হওয়া অত্যাচারের ঘটনা সবিস্তার উল্লেখ করে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে ধর্ষণের ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্ত ঝন্টু মুদিকে গ্রেপ্তার করে ।।