এইদিন ওয়েবডেস্ক,সিউড়ি( বীরভূম),০৭ নভেম্বর : জলাধারে ভাসছে এক ব্যক্তির দেহ। তার পাশেই একটি ময়াল সাপের দেহ। মানুষ ও ময়ালের জোড়া দেহ পাশাপাশি ভাসতে দেখে প্রচুর লোকজন জড়ো হয়ে যায়। বীরভূম জেলার সিউড়ি তিলপাড়া জলাধারে খয়রাকুড়ি গ্রামের কাছে এক ব্যক্তির মৃতদেহ ও মৃত অজগর সাপ দেখতে পাওয়ার ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।প্রচুর লোকজন জড়ো হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উপস্থিত মহম্মদবাজার থানার পুলিশবাহিনী। সঙ্গে আসে সিভিল ডিফেন্সের কর্মীরাও।
জানা যায় ওই মৃতদেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা । তার পাশেই ভাসছিল একটি ময়াল সাপের দেহ। রবিবার সকালের দিকে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়। তারপর ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ।
কিন্তু মৃত ব্যক্তির পাশে ময়াল সাপের দেহ কিভাবে এল? স্থানীয়দের একাংশের ধারনা ওই ময়াল সাপের হামলাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর সাপে মানুষে লড়াইয়ে শেষ পর্যন্ত বাঁচতে পারেনি ময়ালটিও। যদিও পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে ।।