এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : ভূয়ো আইএএস, আইপিএস আধিকারিকের পর এবার ভূয়ো বিদ্যুৎ দপ্তরের কর্মীর হদিশ মিললো রাজ্যে । পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট থানা এলাকার এমনই এক ভূয়ো বিদ্যুৎ দপ্তরের কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা । পুলিশ জানিয়েছে ধৃতের নাম দীপক রাজবংশী ওরফে ঈশ্বর । তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি এলাকায় । রবিবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তুলে ১৪ দিনের নিজেদের হেফাজত চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,শনিবার পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট থানা এলাকার সমুদ্রগড়ের কালীতলার বেশ কয়েকটি বাড়িতে বিদ্যুতের মিটার দেখার নাম করে ঢোকে দীপক রাজবংশী । বিদ্যুতের বিল বকেয়া আছে কিনা সে জানতে চায় । অবিলম্বে বিদ্যুতের বকেয়া বিল না দিলে এখনই লাইন কেটে দেওয়া হবে হুঁশিয়ারিও দেয় দীপক । তবে কিছু টাকা পয়সা দিলে সে এখনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে না বলেও আশ্বস্ত করে ।
জানা গেছে,দীপকের কথাবার্তায় সন্দেহ হয় কয়েকজন গ্রামবাসীর । তাঁরা তখন দীপককে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে । আর গ্রামবাসীদের ম্যারাথন জেরার মুখে পড়ে অসংলগ্ন কথা বলতে শুরু করে ওই ব্যক্তি । ইতিমধ্যে এক গ্রামবাসী বিদ্যুৎ দপ্তরের স্থানীয় অফিসে ফোন করলে তাঁকে জানানো হয় ওই নামে তাদের দপ্তরে কোনও কর্মী নেই । তারপরেই গ্রামবাসীরা নাদনঘাট থানায় ফোন করে বিষয়টি জানায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী । এরপর দীপক রাজবংশীকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা ।
পুলিশ সুত্রে খবর,ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গত শনিবার সকালের দিকে কালীতলার পাশে কাঞ্চনতলায় প্রথমে হানা দিয়েছিল দীপক । সেখানে এক গৃহস্থের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখিয়ে সে ১২০০ টাকা হাতিয়ে নিয়ে এসেছে । এই ঘটনায় কোনও চক্র কাজ করছে কিনা ধৃতকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।