দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ নভেম্বর : ভাইফোঁটা নেওয়ার জন্য মায়ের সঙ্গে মামাবাড়ি যাচ্ছিল ৮ বছরের এক শিশু । বাস থেকে নামার পর মায়ের হাত ধরে রাস্তা পারাপার হচ্ছিল ছোট্ট ওই শিশুটি । সেই সময় একটি বেপরোয়া গতির মারুতি গাড়ি এসে ওই শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । শনিবার ঘটনাটি ঘটেছে কাটোয়া- বোলপুর সড়কপথে ন’নগর বাসস্ট্যান্ড এলাকায় । গনেশ পন্ডিত নামে ওই শিশুটি বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তার আঘাত গুরুতর বলে জানা গেছে । দূর্ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা সড়ক পথ অবরোধ শুরু করেন । বেশ কিছুক্ষনের জন্য অবরোধ চলে ।
জানা গেছে,কাটোয়ার রোণ্ডা গ্রামের বাসিন্দা শম্পা পন্ডিত নামে এক গৃহবধূ এদিন ভাইফোঁটা উপলক্ষে ছেলে গনেশকে নিয়ে বাপেরবাড়ি ন’নগর গ্রামে যাচ্ছিলেন । ন’নগর বাসস্ট্যান্ডে নামার পর শম্পাদেবী তাঁর ছেলেকে যখন হাত ধরে রাস্তা পারাপার করাচ্ছিলেন সেই সময় মারুতি গাড়িটি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । গুরুতর জখম হয় শিশুটি । স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । পাশাপাশি ঘটনার প্রতিবাদে শুরু হয় পথ অবরোধ । স্থানীয়দের অভিযোগ, ন’নগর বাসস্ট্যান্ডে যানবাহন নিয়ন্ত্রণে না আছে কোনও ট্রাফিক পুলিশ,না আছে সড়ক পথে কোনও স্পিডব্রেকার । ফলে যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে । এর ফলে প্রায়ই দূর্ঘটনা ঘটছে । অবিলম্বে ন’নগর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পথে স্পিডব্রেকার নির্মানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।।