এইদিন ওয়েবডেস্ক,কেন্ট(ইংল্যান্ড),০৬ নভেম্বর : দুই যুবতীকে নৃসংসভাবে খুন ও মর্গে শতাধিক মহিলার মৃতদেহের সঙ্গে যৌনাচারের কথা কবুল করল মর্গ রক্ষক । ইংল্যান্ডের মেডস্টোন ক্রাউন কোর্টে এই খুনের মামলার বিচারের চতুর্থ দিনে ৬৭ বছর বয়সী ডেভিড ফুলার নামে ওই মর্গ রক্ষক স্বীকার করেছে,সেইই টুনব্রিজ ওয়েলসের ইংলিশ টাউন এলাকার বাসিন্দা ওয়েন্ডি কেনেল(২৫) ও ক্যারোলিন পিয়ার্স(২০) নামে ওই দুই যুবতীর হত্যাকারী । সেই সঙ্গে ইউনাইটেড কিংডমের মর্গে অন্তত ১০০ জন মহিলার মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্কের কথাও কবুল করেছে প্রৌঢ় ডেভিড ফুলার ৷
১৯৮৯ সালে কেন্ট এবং সাসেক্স হাসপাতালের বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণে কাজে যোগ দেয় ডেভিড ফুলার ৷ ২০১১ সালে হাসপাতাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত সে সেখানেই ছিল । পরে তাঁকে পেম্বুরির (Pembury) টুনব্রিজ ওয়েলস(Tunbridge Wells) হাসপাতালে স্থানান্তর করা হয় । তবে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত সে অপরাধ চালিয়ে যেতে থাকে ।
দুই তরুনীকে খুনের অভিযোগে ডেভিড ফুলারকে গ্রেফতার পর তার বাড়িতে তল্লাশি চালায় কেন্ট পুলিশ ৷ তার ঘর থেকে উদ্ধার হয় প্রচুর হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, ডিভিডি এবং মেমরি কার্ড । আর সেগুলিতে মজুত ছিল শিশুদের লক্ষ লক্ষ অশ্লীল ছবি,ভিডিও ও পর্নোগ্রাফি । দুটি হার্ড ড্রাইভ একটি বাক্সে লুকানো ছিল । আর সেগুলো চালাতেই স্তম্ভিত হয়ে যান তদন্তকারী পুলিশ আধিকারিকরা । ড্রাইভগুলিতে অফিসাররা ফুটেজে দেখতে পান, মর্গে মহিলাদের মৃতদেহের সঙ্গে যৌনাচার করছে ফুলার । সে রীতিমত মৃত মহিলাদের নাম অনুযায়ী ফাইল তৈরি করে যৌনাচারের ছবি ও ভিডিও সেভ করে রেখে দিয়েছে ওই দুই ড্রাইভে । ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চালিয়ে যাওয়া ফুলারের এই বিকৃত যৌনাচারের তালিকায় তিনটি শিশুর মৃতদেহও অন্তর্ভুক্ত রয়েছে । তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন,ফুলার সবার শেষে নিজের ডিউটি নিত । অন্যান্য কর্মীরা চলে গেলে তবেই সে মর্গে যেত । প্রায়ই তাকে একই মৃতদেহের কাছে বারবার দেখা যেত ।
এই ন্যাক্কারজনক ঘটনা প্রসঙ্গে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেন, ‘এটা খুবই মর্মান্তিক ঘটনা । অপরাধের অসুস্থ প্রকৃতি দেখে সাধারন মানুষের মধ্যে উদ্বেগের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়া স্বাভাবিক ।’ পাশাপাশি তিনি বলেন, ‘৩০ বছর আগে ওয়েন্ডি নেল ও ক্যারোলিন পিয়ার্স নামে যে দুই তরুনীর জীবন নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল,আশা করি অপরাধীর গ্রেফতার হওয়ায় তাঁদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে ।’।