শ্যামসুন্দর ঘোষ,কালনা,০৮ ডিসেম্বর ঃ ‘দেশের ভিতরে এমন কিছু শক্তি আছে যারা গুজব ছড়িয়ে ভয়ের পরিবেশের সৃষ্টি করছে । কৃষি বিলের বিষয়ে ওই গোষ্ঠীই সক্রিয় হয়েছে । যেমনভাবে সিএএর বিরোধ করা হয়েছিল তেমনই কৃষি বিলের বিরোধ করা হচ্ছে ।’ মঙ্গলবার কালনায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ।
তিনি বলেন, ‘সিএএ নিয়ে গুজব ছড়ানো হয়েছিল,কাগজ না দেখাতে পারলে দেশ থেকে বের করে দেবে । পাকিস্থানে পাঠিয়ে দেবে । তেমনি কৃষি বিলের ব্যাপারেও এরকমই গুজব ছড়ানো হচ্ছে । বাজার বন্ধ হয়ে যাবে । নুন্যতম সহায়ক মুল্য বন্ধ হয়ে যাবে । কৃষকরা বড় বড় এজেন্সির ফাঁদে পড়ে যাবে । এরকম গুজব ছড়িয়ে রাজনীতি করা হচ্ছে ।’
পাশাপাশি তাঁর অভিযোগ, ‘কিছু পার্টি আছে যারা ‘টূকরো টুকরো’ গ্যাং-এর মত কাজ করছে । ওরাই কৃষি বিলের বিরোধিতা করছে । এটা কৃষকদের বিরোধ নয় । কিছু পার্টি বিরোধ করছে ।’
সেই সঙ্গে তাঁর দাবি, ‘এই বিল একদম সঠিক । কৃষকদের ভালোর জন্যই এই বিল করা হয়েছে । এতদিন কৃষক আড়ৎদারদের ভরসায় ছিলেন । কিন্তু এই বিলের ফলে কৃষকরা একটা খোলা বাজার পাবেন । কৃষকরা যেখানে খুশি তাঁদের ফসল বিক্রি করতে পারবেন ।’
সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে দলীয় কর্মীর মৃত্যু প্রসঙ্গে এদিন নরোত্তম মিশ্র বলেন, ‘প্রশাসন ও পুলিশ যদি পার্টির কর্মী হিসাবে কাজ করে তাহলে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়া স্বাভাবিক । গনতন্ত্রে কারোর মুখ বন্ধ করা যায় না ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা আর একা নন । আমার মতো অনেক নরোত্তম ওদের সামনে বুক পেতে দাঁড়িয়ে আছে । আমরা নিজেদের জীবনের বিনিময়ে এরাজ্যের দলীয় কর্মীদের রক্ষা করব । এটাই আমাদের সংকল্প ।’
এদিন পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার অন্তর্গত কালনা বিধানসভায় বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল । ওই বৈঠকে নরোত্তম মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক বিবেক শংকর,রাঢ়বঙ্গ জোনের কনভেনার পার্থসারথি কুন্ডু,জেলার পর্যবেক্ষক সুবীর নাগ,জেলা সভাপতি কৃষ্ণ ঘোষসহ জেলা ও বিভিন্ন মন্ডলের বিজেপি নেতৃত্ব । এদিন সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কিছুক্ষনের জন্য গৃহ সম্পর্ক অভিযানে অংশগ্রহন করেন নরোত্তম মিশ্র । পরে স্থানীয় এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সেরে তিনি সাংগঠনিক বৈঠকে অংশগ্রহন করেন। বৈঠকে উপস্থিত দলের জেলা নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না । আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গড়বে । আজ সাধারন মানুষের মধ্যে যে উৎসাহ ও ভালোবাসা দেখলাম তাতে নিশ্চিত যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে ।’ পাশাপাশি প্রতিটা বুথে নজর রাখার জন্য তিনি দলের জেলা নেতাদের বার্তা দেন ।।