এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৪ নভেম্বর : চাষের কাজ করতে গিয়ে ট্রাক্টরের পিছনের চাকায় লাগানো লোহার ফালে জড়িয়ে মৃত্যু হল এক যুবকের । বুধবার রাত্রি প্রায় ১০ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী-২ ব্লকের কালেখাঁতলা ১ পঞ্চায়েতের বিশ্বরম্ভার চাঁপাতলা এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম সুমঙ্গল সর্দ্দার(৩৬) । চাঁপাতলা এলাকাতেই তাঁর বাড়ি।
জানা গেছে,বিশ্বরম্ভার চাঁপাতলার বাসিন্দা সুমঙ্গল সর্দ্দার গ্রামেরই এক চাষির ট্রাক্টর চালাতেন । প্রদীপ সর্দার নামে তাঁর এক আত্মীয়ও ওই ব্যক্তির ট্রাক্টর চালকের কাজ করেন । তাঁরা দু’জনে দিনে ও রাতে পালা করে ট্রাক্টরটি চালাতেন । প্রতিবেশী রতন মাহাতো জানান,বুধবার রাতে সুমঙ্গলের আত্মীয়ের ডিউটি পড়েছিল । তাঁর অনুরোধেই ট্রাক্টরের সঙ্গে গিয়েছিল সুমঙ্গল । তাঁর বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে মাঠের একটি জমিতে দু’জন মিলে ট্রাক্টর দিয়ে চষার কাজ করতে গিয়েছিল । কিছুক্ষণ ধরে জমি চষার কাজ হতেই সুমঙ্গল ট্রাক্টরের পিছনের চাকায় লাগানো লোহার ফালে উপর কোনওভাবে উলটে পড়ে । নিমেষের মধ্যে সে চাকায় জড়িয়ে যায় । তখন চালক সঙ্গে সঙ্গে ট্রাক্টর থামিয়ে সুমঙ্গলকে বের করার চেষ্টা করে । কিন্তু সে ব্যার্থ হয় । তখন সে ট্রাক্ট্রর ফেলে গ্রামে এসে ঘটনার কথা বলে । এরপর গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যায় ।
জানা গেছে,গ্রামবাসীরা সুমঙ্গলকে কোনওভাবে ট্রাক্টরের চাকা থেকে বের করে । খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ চলে আসে । রাত্রি প্রায় ১২ টা নাগাদ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশ একটি অস্বাভিক মৃত্যুর মামলা রজু করেছে ।।