দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : জালে জড়ানো অবস্থায় আহত এক পরিযায়ী পাখিতে উদ্ধার করল বর্ধমানের একটি পশুপাখিপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হাড়গ্রাম থেকে উদ্ধার করা হয় ওই পরিযায়ী পাখিটি । বর্তমানে পাখিটি ‘বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের হেফাজতে রয়েছে ।
সংগঠনের কর্মকর্তা অর্নব দাস জানিয়েছেন, পাখিটি আদপে একটি ভারতীয় ডার্টার(indian darter) । বিজ্ঞানসম্মত নাম আনহিঙ্গা মেলানোগাস্টার(Anhinga melanogaster) । তবে পাখিটির বিশেষ আকৃতির কারনে এটিকে স্নেকবার্ডও (snakebard) বলা হয় বা এটি এই পাখিদের কথ্য নাম । এই ধরনের পাখিদের লম্বা ও সরু ঘার থাকে । জলে সম্পূর্ণ ডুবে এরা মাছ শিকার করে । ভারতীয় ডার্টার সাধারনত রাজস্থানে পাওয়া যায় । শীতকালে ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে আসে । এছাড়া কলকাতার রবীন্দ্র সরোবর ও বোটানিক্যাল গার্ডেনেও এই সময়ে এদের দেখা যায়।
জানা গেছে,কয়েকদিন ধরেই হাড়গ্রামের জলাশয়গুলিতে আসতে শুরু করেছে বিভিন্ন পরিযায়ী পাখির দল । এদিন একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন হাড়গ্রামের বাসিন্দা রবি মাঝি নামে জনৈক এক গ্রামবাসী । সেই সময় ওই পাখিটি তাঁর জালে আটকে যায় । তিনি তৎক্ষনাৎ ভাতারের বাসিন্দা পশুপ্রেমী যুবক হুম কুমার রানাকে বিষয়টি ফোনে জানান । এরপর হুমবাবুর কাছ থেকে খবর পেয়ে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার থেকে লোকজন এসে পাখিটি উদ্ধার করে নিয়ে যান । অর্নব দাস বলেন, ‘পাখিটির পায়ে ও ডানায় চোট লেগেছে । প্রাথমিক চিকিৎসা করা হয়েছে । পশু চিকিৎসক দিয়ে ভালোভাবে পাখিটির চিকিৎসা করানোর ব্যাবস্থা করা হচ্ছে ।’।