দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : ১৮ বছর বয়স থেকে শুরু । বর্তমানে বয়স ৪৫ বছর । এর মধ্যে মোট ৫২ বার রক্তদান করে নজির সৃষ্টি করলেন নুরুল হুদা নামে জনৈক এক কৃষক । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে এসেও রক্তদান করেন ওই ব্যক্তি । তাঁর এই প্রকার মানসিকতার তারিফ করেছেন শিবিরে উপস্থিত পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ধ্রুব দাস, মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক,কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় প্রভৃতি পুলিশ আধিকারিকরা ।
কেতুগ্রামের রাউন্ডি গ্রামে বাড়ি পেশায় ক্ষুদ্র কৃষক নুরুল হুদার । বাড়িতে রয়েছেন স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে । মেয়ে কলেজে পড়ে । ছেলে দশম শ্রেনীর পড়ুয়া । জানা গেছে,রক্তদান করা নেশা নুরুল হুদার । কোনও রোগীর রক্তের প্রয়োজন পড়লেই তাঁর ডাক পড়ে । আর সব কাজ ফেলে তিনি রক্ত দিতে ছোটেন । কোনও কোনও বছরে তাঁকে ৩ থেকে ৪ বারও পর্যন্ত রক্তদান করতে দেখা গেছে বলে জানিয়েছেন নুরুল হুদার স্ত্রী আমিনা বিবি ।
নুরুল হুদার কথায়, ‘আমার রক্তে যদি কারোর প্রাণ বাঁচে তার থেকে আনন্দের আর কি থাকতে পারে ? তাই কোনও রোগীর রক্তের প্রয়োজন হলে বা কোথাও রক্তদান শিবির হলে আমি ছুটে যাই । ভবিষ্যতেও যাবো ।’ ১৮ বছর বয়স থেকেই রক্তদান করতে শুরু করেছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি । তখন নুরুল হুদার দেওয়া রক্তেই মূলত তাঁর এক আত্মীয়ের প্রাণ বেঁচে যায় ।।