দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : জনবহুল এলাকায় মাস্ক না পড়ে ঘুরে বেড়ানোর প্রবনতা রুখতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা এলাকায় ধরপাকড় অভিযান চালালো পুলিশ । করোনা বিধি না মানায় কেতুগ্রামে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । কেতুগ্রামের পাশাপাশি এদিন কাটোয়া শহরের রাস্তায় কড়া নজরদারি চালায় পুলিশ । আটক করা হয়েছে শতাধিক মাস্কবিহীন পথচারীকে । অবশ্য পরে তাঁদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয় । ধরপাকড়ের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারও চালানো হয় ।
তবে শুধু কাটোয়া মহকুমা এলাকার পুলিশই নয়, করোনার তৃতীয় ঢেউ রুখতে আসরে নেমে পড়েছে কাটোয়া জিআরপিও ৷ ট্রেন চলাচল শুরু হতেই মঙ্গলবার থেকে জিআরপির পক্ষ থেকে রেলযাত্রীদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে প্রচার করা হয় যাতে সকলে করোনা বিধি মেনে ট্রেন সফর করেন । পাশাপাশি এদিন কাটোয়া জিআরপির পক্ষ থেকে এদিন মাস্ক বিলি করা হয় ।।