এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০১ নভেম্বর : পুত্রবধু ও নাতিকে সঙ্গে নিয়ে ঘুরতে বেড়িয়ে ছিনতাইবাজের কবলে পড়লেন এক প্রৌঢ়া ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মেজিয়া থানা এলাকায় । শুভ্রা ভট্টাচার্য নামে ওই প্রৌঢ়ার গলা থেকে প্রকাশ্যে এক ভরি ওজনের সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল মুখ ঢাকা এক দুষ্কৃতি । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । রবিবার বিকেলে ঘটনার পর এনিয়ে মেজিয়া থানার অভিযোগ দায়ের করা হলেও সোমবার দুপুর পর্যন্ত পুলিশ ঘটনার কোনও কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
জানা গেছে,মেজিয়া বাইপাসে বাড়ি শুভ্রা ভট্টাচার্য নামে ওই প্রৌঢ়ার । বাড়িতে রয়েছেন স্বামী স্বপন ভট্টাচার্য, একমাত্র ছেলে,পুত্রবধু ও নাতি । শুভ্রাদেবী বলেন, ‘আমার নাতির মালগাড়ি দেখার ঝোঁক । তাই প্রতিদিন বিকেলে ওকে মালগাড়ি দেখাতে পার্বতীপুর রেল ক্রসিংয়ের কাছে নিয়ে যেতে হয় । প্রতিদিনের মত রবিবার সাড়ে চারটে নাগাদ সেখানে গিয়েছিলাম । নাতি ছাড়াও সঙ্গে ছিল পুত্রবধু রুপা । নাতির মালগাড়ি দেখা হয়ে গেলে আমরা বাড়ি ফিরে আসছিলাম । বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় মেজিয়া স্কুল মোড়ের কাছাকাছি আসতেই পিছন থেকে একজন এসে আমার গলা থেকে সোনার হারটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । দেখি টুপি দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি পালাচ্ছে । আমি ও বউমা চিৎকার করি । স্থানীয় লোকজনও ছুটে আসে । বউমা কিছুটা পাশে থাকা কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্সকে ডেকে ঘটনার কথা বলে । কিন্তু ছিনতাইবাজের সন্ধান পাওয়া যায়নি ।’
শুভ্রাদেবীর স্বামী স্বপন ভট্টাচার্য বলেন, ‘মেজিয়া শিল্পাঞ্চল জুড়ে আগে চুরির খবর পাওয়া যেত । এবার চুরির পাশাপাশি প্রকাশ্যে ছিনতাইও শুরু হল । আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ।’
প্রসঙ্গত,বেশ কিছুদিন আগে মেজিয়ার রামচন্দ্রপুর সেতু সংলগ্ন এলাকায় ঠিক একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল । যদিও এযাবৎ তার কিনারা করতে পারেনি পুলিশ । ফের প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।।