এইদিন ওয়েবডেস্ক,দুবাই,০১ নভেম্বর : পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ড । পরপর দু’ম্যাচে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে । রবিবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হল ভারত । এখন সেমিফাইনালে যাওয়ার জন্য বিরাট কোহলি বাহিনীকে নির্ভর করতে হচ্ছে আফগানিস্তানের উপর । সেই সঙ্গে বাকি ম্যাচগুলিতেও জিততে হবে ভারতকে ।
রবিবার দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও টসে হারে বিরাট কোহলি । ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড । মাত্র ৪ রান করার পর নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের শিকার হন ভারতের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান ইশান কিশান । দ্বিতীয় ওপেনার লোকেশ রাহুলের ব্যক্তিগত ১৮ রানের মাথায় আউট করেন নিউজিল্যান্ডের আরেক পেসার টিম সাউদির । রাহুলের আউটের পর ভারতকে চেপে ধরেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি । ৮ রানের ব্যবধানে তিন নম্বরে নামা রোহিত শর্মা ও ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভেলিয়নে ফেরত পাঠায় সোধি । ১৪ বলে ১৪ রান করেন রোহিত । অন্য দিকে ১৭ বল খেলে মাত্র ৯ রান করেন ক্যাপ্টেন কোহলি । দলের মাত্র ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। এ অবস্থায় উইকেট বাঁচাতে গিয়ে রানের গতি কমিয়ে ফেলেন উইকেটরক্ষক ঋসভ পান্থ ও হার্দিক পান্ডিয়া । তারা পঞ্চম উইকেটে ২৬ বল খেলে ২২ রান যোগ করেন । শেষে ১৯ বলে ১২ রান করা পান্ডিয়ার ব্যক্তিগত ১২ রানের মাথায় তাকে বোল্ড করেন নিউজিল্যান্ডের পেসার এডাম মিলনে ।
তখন ভারতের রান ৬ উইকেট ৯৪ । ১১টি বল বাকি । এ অবস্থায় দলের রান তিন অংকে পৌঁছে দিয়ে ভারতের মুখ রক্ষা করেন রবীন্দ্র জাদেজা । তিনি ১৯ বল খেলে ২৬ রান করে অপরাজিত থাকেন । শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১০ রান করে শেষ হয় ভারতের ইনিংস । অন্যদিকে ২ উইকেট হারিয়ে ৩৩ বল বাকি থাকতে জয় হাসিল করে নেয় নিউজিল্যান্ড । নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেলের উইকেট নেন জসপ্রিত বুমরাহর। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি ।
গ্রুপ-২ এ ৩ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। সমান সংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান । ২ ম্যাচ শেষে নিউজিল্যান্ড ও নামিবিয়ার পয়েন্ট ২ । এদিকে ২ ম্যাচ শেষে ভারত ও স্কটল্যান্ডের পয়েন্ট শুন্য(০) । এই অবস্থায় আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে,সেই সঙ্গে শেষ তিন ম্যাচেই যদি ভারত জয় হাসিল করতে তাহলেই
সেমিফাইনালে যেতে পারবে বিরাট কোহলি বাহিনী । যা কার্যত অসম্ভব ।
আগামী ৩ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। একই দিন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড ।আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি হবে আগামী ৭ নভেম্বর ।।