এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,৩০ অক্টোবর : ‘টার্গেট’ ছিল স্ত্রী । কাছে থাকা শানিত ভোজালিটা স্ত্রীর পেটে সমূলে ঢুকিয়ে প্রাণে মারার পরিকল্পনা করেছিল স্বামী । সবই পরিকল্পনা মাফিক হয়েছিল । কিন্তু বোরখা চিনতে ভুল হওয়ায় বেঘোরে প্রাণ হারাতে হল জনৈক এক মহিলা দর্জিকে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরের নবদা বাজার চৌরাস্তা এলাকায় (নবোদয় হাউজিংয়ের পাশে) । স্থানীয় লোকজন আয়েশা সিদ্দিকা নামে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় । এদিকে ঘটনার পর সেকুল নামে ওই যুবককে ছিনতাইবাজ ভেবে বেদম পেটায় স্থানীয় লোকজন । পরে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ।
ধৃত সেকুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে,মোহাম্মদপুর থানা এলাকাতেই শ্বশুরবাড়ি সেকুলের । মাসখানেক আগে বাপেরবাড়িতে পালিয়ে এসেছে তার স্ত্রী । তারপর থেকে স্ত্রীকে ফিরে আসার জন্য বহুবার কাকুতি মিনতি করেছিল সেকুল । কিন্তু স্বামীর কাছে ফিরে আসার শর্ত হিসাবে ১ লাখ টাকা দাবি করেছিল স্ত্রী । স্ত্রীর এই শর্ত সেকুলের কাছে অসম্মানজনক মনে হয়েছিল । তারপর থেকে স্ত্রীকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ওই যুবক ।
পুলিশ সুত্রে জানা গেছে,ঘটনাটি ঘটে শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে ৷ স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সেকুল । মোহাম্মদপুরের নবদা বাজারে নবোদয় হাউজিংয়ের কাছাকাছি আসতেই বোরখা পরিহিতা এক মহিলাকে দেখতে পায় ওই যুবক । বোরখাটি অনেকটা তাঁর স্ত্রীর মত দেখতে হওয়ায় মহিলাকে নিজের স্ত্রী ভেবে বসে সেকুল । তারপর সে আক্রোশ বসত কাছে থাকা ভোজালিটা মহিলার পেটে আমূল বসিয়ে দেয় । কিন্তু আক্রান্ত মহিলা চিৎকার করে উঠলে তাঁর গলার আওয়াজ শুনে সন্দেহ হয় হামলাকারী যুবকের । সে আহত মহিলার মুখের নেকাব সরাতেই নিজের ভুল বুঝতে পারে । তখন মহিলাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারী যুবক । কিন্তু স্থানীয় লোকজনের নজরে পড়ে গেলে তাকে ছিনতাইবাজ ভেবে গনধোলাই দেয় । পরে খবর পেয়ে পুলিশ এসে যুবককে উদ্ধার করে।
জানা গেছে, নিহত আয়েশার বাড়ি দিনাজপুরের ভবানীপুরের বানিয়াপাড়া গ্রামে । কিন্তু তিনি কর্মসুত্রে নবোদয় হাউজিং এলাকায় থাকতেন ।
তাঁ বাড়িতে আছে স্বামী রুবেল ইসলাম ও ৫ বছরের একটি কন্যাশিশুও । অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত মহিলার পরিবার । পুলিশ জানিয়েছে,ধৃতের বিরুদ্ধে খুনসহ একাধিক অভিযোগে মামলা রজু করা হয়েছে ।।