একদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩০ অক্টোবর : শনিবার সকাল ১০ টার দিকে আর্থার রোড জেল থেকে মুক্ত পেতে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান তনয় আরিয়ান । শুক্রবার মুম্বাই হাইকোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে । কিন্তু মুক্তির কাগজপত্র সময়মতো জেল কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোর কারনে গতকাল তাঁকে জেলেই কাটাতে হয়েছিল । আজ ভোর সাড়ে ৫ টায় জামিন বাক্স থেকে জামিনের নির্দেশাবলী গৃহীত হয় ।
গতকাল একটি পাঁচ পৃষ্ঠার আদেশ জারি করেছিল মুম্বাই হাইকোর্ট । আদালতের তরফ থেকে যে ১৪ টি শর্ত রাখা হয়েছে তার মধ্যে অন্যতম আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকে অবিলম্বে তাঁদের পাসপোর্ট জমা দিতে হবে । এছাড়া তাঁরা “কোনোভাবেই বিচার বিলম্বিত করার চেষ্টা করবেন না”। তিন অভিযুক্তকেই এক লক্ষ টাকা করে ব্যক্তিগত বন্ড জমার নির্দেশ দেওয়া হয় ।আরিয়ানের তরফ থেকে ১ লক্ষ টাকার বন্ডে জামিনদার হয়েছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা ।
মুম্বইয়ের আর্থার রোড জেলে ২৫ দিনের বন্দিদশা কাটিয়ে অবশেষে আজ ছেলে মুক্তি পাচ্ছে । তাই শাহরুখ খান তাঁর ছেলে নিয়ে যাওয়ার জন্য আর্থার রোড জেলে আসছেন । ভিড় সামলাতে এদিন সকাল থেকেই জেলের বাইরে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । ব্যারিকেড করে রাখা হয়েছে আর্থার রোড জেলের বাইরের রাস্তা ।।