দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শাঁখাই ফেরিঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথীর ভাঙন রোধে বালির বস্তা দিয়ে কাজ শুরু হতেই কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথবাবু প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। বিধায়কের কথায়,” এভাবে বালির বস্তা দিয়ে দায়সারাভাবে কাজ করে ভাঙন আটকানো সম্ভব না। সেচদপ্তরের আধিকারিকরা সময় থাকতে ব্যবস্থা নিচ্ছেন না। এখন পাড় ভাঙতে দেখে যাহোক করে তা আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এতে ভবিষ্যতে কাটোয়া শহর বিপদে পড়বে।” বিধায়ক বলেন, ‘আমি সেচ মন্ত্রীর সঙ্গে কথা বলবো যাতে ওই জায়গায় ভাঙন রোধে স্থায়ী সমাধান করা হয়।’
অজয়নদ ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল হল কাটোয়া। কাটোয়া শহরের শাঁখাই ফেরিঘাট সংলগ্ন এলাকায় অজয় ও ভাগীরথীর পাড়ে ভাঙন সমস্যা দীর্ঘদিনের। সাম্প্রতিক বন্যায় তা তীব্র হয়েছে। প্রতিদিন নদীর পাড় ভাঙছে বলে জানা যায়। সম্প্রতি সেচ দফতর থেকে পরিদর্শন করে যাওয়ার পর এদিন দেখা যায় বালির বস্তা দিয়ে কাজ শুরু করা হয়েছে। আর এই কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন কাটোয়ার বিধায়ক। সেচ দফতরের কাটোয়া ডিভিশনের আ্যসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারকনাথ মিশ্র বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে ভাঙনটা রোখার চেষ্টা করছি ।’।