দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : রাস্তা থেকে ৫ টি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভাতার থানার পুলিশের একটি ভ্যান বলগোনা-চন্দ্রপুর সড়ক পথে রুটিন টহলদারি চালাচ্ছিল । ভ্যানটি যাচ্ছিল বলগোনা থেকে চন্দ্রপুরের দিকে । ভাটাকুল গ্রামের মোড় পেরিয়ে কিছুটা এগুতেই রাস্তার উপরে কয়েকটি কচ্ছপকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ । সঙ্গে সঙ্গে ভ্যানটিকে একটু তফাতে দাঁড় করিয়ে রাখা হয় ।
তারপর ৫ টি কচ্ছপকে রাস্তা থেকে উদ্ধার করে ভ্যানে তুলে আনা হয় । এদিন ভাতার থানা থেকে খবর পেয়ে ওড়গ্রাম বিট অফিসার প্রণব কুমার দাস সহ বনকর্মীরা এসে কচ্ছপগুলিকে উদ্ধার করে নিয়ে যান । কচ্ছপগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রণববাবু । বনদপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ভাতার থানার পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।।