শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ অক্টোবর : পৃথক ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আবুতোরাব শেখ,বিদ্যুৎ হাজরা ওরফে বকুল, রক্ষা দাস, মিলন দাস ,বলাই দাস, ও জগত দাস । ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার বেলগ্রামে । বাকিরা ভাতারের বলগোনার বাসিন্দা । পুলিশ জানিয়েছে, আবুতোরাব ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দলের অন্যতম সদস্য ছিল । ধরা পড়া দুষ্কৃতিদের কাছ থেকে পুলিশ তার হদিশ পায় । বাকি ৫ জনকে বেআইনিভাবে চোলাই মদের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে, মাসখানেক আগে ভাতার থানার নতুনগ্রামের মোড়ে বাদশাহী রোডের পাশে একটি পরিত্যক্ত ধাবার কাছে কয়েকজন দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল । খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে ৩ জনকে ধরে ফেলে । বাকিরা পালিয়ে যায় । ধৃতদের কাছ থেকে আবুতোরাব শেখের নাম জানতে পারে পুলিশ । তারপর থেকেই পুলিশ তার সন্ধান চালাচ্ছিল । কিন্তু পুলিশ তার হদিশ করতে পারেনি । মঙ্গলবার রাতে ফের সে ডাকাতির উদ্দেশ্যে ভাতারের বিজিপুর মোড়ের কাছে ঘোরাঘুরি করছিল । তখন পুলিশ তাকে পাকড়াও করে ।
অন্যদিকে বলগোনা এলাকার বাসিন্দা ধৃত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অন্য জায়গা থেকে চোলাই মদ কিনে এনে বাড়িতে বসে বিক্রি করত । মঙ্গলবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে তাঁদের হাতেনাতে ধরে ফেলে । উদ্ধার হয় ৪০ লিটার চোলাই মদ । বুধবার ধৃত ৬ জনকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।।