এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),২৭ অক্টোবর : জনৈক সদস্যার কাছে ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী ও তাঁর স্বামী । মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার রামদেবপুর গ্রামে । রাতেই আক্রান্ত দম্পতি ও গোষ্ঠীর বাকি সদস্যারা মিলে অভিযুক্ত নাজিমা বিবিসহ ২ জনের বিরুদ্ধে এনিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।
জানা গেছে,রামদেবপুর গ্রামের বাসিন্দা চন্দনা মন্ডল নামে এক মহিলাকে দলনেত্রী করে মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা হয়েছে । কিছুদিন আগে স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণও পায় ওই গোষ্ঠীটি । গোষ্ঠীর বাকি সদস্যরা ঋণের টাকা ঠিকঠাক পরিশোধ করলেও নাজিমা বিবি টাকা দিতে গড়িমসি করেন বলে অভিযোগ । ফলে তাঁর জন্য অনান্যদের সমস্যার মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন গোষ্ঠীর সদস্যারা ।
জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যায় চন্দনাদেবী, তাঁর স্বামী ও গোষ্ঠীর বাকি সদস্যারা মিলে নাজিমা বিবির বাড়িতে ঋণের টাকা চাইতে যায় । এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয় । তার মাঝেই নাজিমা বিবি ও তাঁর দুই ছেলে লাঠিসোঁটা নিয়ে চন্দনাদেবী ও তাঁর স্বামীর উপর চড়াও । তারপর নাজিমা বিবির বাড়ির সামনে রাস্তাতে দম্পতিকে ধরে তাঁরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ । এমনকি গোষ্ঠীর বাকি সদস্যাদেরও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে নাজিমা বিবি ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে ।
ঘটনার পর রাতেই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত দম্পতি । তাঁদের সঙ্গে ছিলেন গোষ্ঠীর বাকি সদস্যারাও । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নাজিমা বিবি । তাঁর পালটা দাবি, ‘চন্দনা মন্ডলরা দলবল নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়েছিল ।ওরা আমার বাড়িতে ঢুকে হামলা চালানোর চেষ্টা করছিল । আমরা কোনও রকমে প্রাণে বেঁচে গেছি ।’।