এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর,২৬ অক্টোবর : দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও করোনার টিকার টোকেন না পাওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । মঙ্গলবার সকালে এনিয়ে হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন টিকা নিতে আসা লোকজন । পরে খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,দিন দুয়েক ধরে করোনার টিকা নেওয়ার জন্য ব্যাপক ভিড় হচ্ছে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । আগের দিন রাত থেকে হাসপাতালের কাউন্টারের সামনে ইঁট পেতে অপেক্ষা করছেন গ্রামবাসীরা । বেলা বাড়তেই বহুগুন ভিড়ের চাপ বেড়ে যাচ্ছে । এদিনও কয়েক’শ মানুষ করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন । প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এদিন প্রায় ৬০০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হয় বলে হাসপাতাল সুত্রে জানা গেছে । কিন্তু ভিড় ছিল তার থেকে কয়েকগুণ বেশি ।
টিকা নিতে আসা সুব্রত ঘোষ,অর্পন হাজরা, মেঘনাদ হাজরারা বলেন, ‘আমরা স্বাস্থ্যকর্মীদের কাছে টোকেন চাইলে ওনারা বলেন হাসপাতাল থেকে আর টোকেন দেওয়া হবে না । স্থানীয় পঞ্চায়েত অথবা আশাকর্মীদের কাছে গিয়ে টোকেন সংগ্রহ করতে হবে । আমাদের এই কথা বলা হলেও হাসপাতালে এনিয়ে কোনও নোটিশই টাঙানো হয়নি । যদি টাঙাতো তাহলে আমাদের অকারন হয়রানির শিকার হতে হত না ।’
জানা গেছে,টিকা নিতে আসা ব্যক্তিদের মধ্যে কেউ ভোর রাতে, কেউ আবার সকাল থেকে ঠায় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন । কিন্তু শেষ পর্যন্ত হাসপাতাল থেকে আর টোকেন বিলি করা হবে শুনে তাঁরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন । শুরু হয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তীব্র বাদানুবাদ । শেষে পুলিশ পরিস্থিতি সামাল দেয় ।
যদিও মন্তেশ্বর হাসপাতালের বিএমওএইচ ডাঃ তন্ময় মন্ডল বলেন, ‘হাসপাতাল থেকে যে টোকেন দেওয়ার প্রক্রিয়া বন্ধ রয়েছে । তা জানিয়ে ইতিপূর্বে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে । তার পরেও মানুষ অযথা রাত জেগে লাইন দিচ্ছেন । এদিনও কিছু মানুষ টোকেন দেওয়ার জন্য দাবি জানান ।’।