এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),২৫ অক্টোবর : মালদায় চোর সন্দেহে আদিবাসী শিক্ষককে মারধরের ঘটনায় অবশেষে পুলিশের জালে অভিযুক্ত তৃণমূল নেতা। ঘটনার এক সপ্তাহ পর শিক্ষক নিগ্রহে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলার পরিতোষ চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা টাউন রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ট্রেন ধরে পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তের। তার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। সোমবারেই ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদিবাসী শিক্ষককে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত ইংরেজবাজার থানার পুলিশ মূল অভিযুক্ত সহ মোট তিন জনকে গ্রেফতার করল।
গত সপ্তাহে মালদার ইংরেজবাজার শহরের মালঞ্চপল্লী এলাকায় সাইকেল চোর সন্দেহে আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে পরিতোষ চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। ক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও। ইংরেজবাজার থানায় অভিযোগ জানানো হয়।তারপরেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় আদিবাসী সংগঠন আন্দোলনে নামে। চাপে পড়ে পুলিশ। যদিও অভিযুক্তের সন্ধানে পুলিশ তল্লাশি জারি রেখেছিল। অবশেষে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত নেতাকে ।।