এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি, ২৫ অক্টোবর : পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি স্কুল- কলেজগুলি চলতি বছরের ১৫ নভেম্বর থেকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে পুনরায় চালু করা হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী ৫ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে রয়েছেন । রবিবার তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন । সেই বৈঠক চলাকালীন রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেন যাতে স্কুল-কলেজগুলি খোলার আগে কর্তৃপক্ষ যথাযথ প্রস্তুতি নেয় ।
করোনার প্রথম ঢেউয়ের সময় গত বছর ১৬ মার্চ থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে । প্রাথমিক ভাবে ৩১ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা থাকলেও পরে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় । ফলে বিগত দু’বছর ধরে স্কুল বন্ধ থাকায় চরম ক্ষতির সম্মুখীন হতে হয় পড়ুয়াদের । শেষ পর্যন্ত এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক চলাকালীন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । ফলে খুশি অবিভাবক মহল ।
তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর ৫ দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছে একাধিক কর্মসূচি ।
এদিন ছিল সফরের দ্বিতীয় দিন । এদিন তিনি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন । পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদূয়ারেও তিনি প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গেছে । মঙ্গলবার তিনি কার্সিয়াংয়ে যাবেন । পরের দিন তিনি ধ্বস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে ।।