এইদিন ওয়েবডেস্ক,শারজা,২৪ অক্টোবর : টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ । রবিবার শারজায় টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা । শুরুটা ভাল করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার মহম্মদ নইম ও লিটন দাস । উদ্বোধনী জুটি ৪০ রান তোলে । লিটন ১৬ রানে আউট হয়ে যান । তিন নম্বরে নামেন সাকিব আল হাসান । তিনিও ব্যক্তিগত ১০ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান । চার নম্বরে মুশফিকুর রহিম এসে হাল ধরেন । নাইম ও মুশফিকুর জুটি তোলে ৭৩ রান । শেষে ৫২ বলে ৬২ রান করার পর বিনুরা ফার্নান্ডোর বলে নইম আউট হলে এই জুটি ভাঙে । তারপর মুশফিকের ৩৭ বলে ৫৭ রানের ইনিংসের উপর ভর করে ১৭২ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ । মুশফিকুর অপরাজিত থাকেন ।
অন্যদিকে জবাবি ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা ৷ হারাতে হয় কুশল পেরেরার উইকেট । তারপর চারিথ আসালঙ্কা ও পথুম নিশাঙ্ক দলের হাল ধরেন । প্রথম ওভারেই আবিষ্কা ফার্নান্ডো ও নিশাঙ্ককে আউট করেন শাকিব । শেষে চারিথ আসালাংকা ও ভানুকা রাজাপাক্ষের ৮৬ রানের জুটির ওপর ভর করে ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা । আসালাংকা ৮০ রানে অপরাজিত থাকেন । রাজাপাক্ষের ব্যাট থেকে আসে ৫৩ রান ।।