এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের গেরাই গ্রামে আয়োজিত হালিম ও হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হল শেওড়াফুলি ইউনাইটেড ক্লাব । তারা জাগুলীপাড়া যুব সংঘকে ট্রাইবেকারে পরাজিত করে । বিজয়ী দলের হাতে ৭০ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে ট্রফি সহ ৩০ হাজার টাকা ও পুরষ্কার তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজক আবদুল লালন ।
গত মাসে এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় । গেরাই ফুটবল মাঠে আয়োজিত নক আউট পর্বের এই খেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৬ টি দল অংশগ্রহন করেছিল । প্রথম সেমিফাইনাল খেলাটি শেওড়াফুলি ইউনাইটেড ক্লাব ও সিমনোড়ী যুব সংঘের মধ্যে হয় শুক্রবার । বিজয়ী হয় শেওড়াফুলি । পরের দিন শনিবার সেমিফাইনালের দ্বিতীয় খেলায় ভূয়েরা একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে জাগুলীপাড়া যুব সংঘ ।
এদিন শেওড়াফুলি ও জাগুলীপাড়ার মধ্যে টুর্নামেন্টের অন্তিম খেলাটি হয় । টানটান উত্তেজনাপূর্ন এই ম্যাচে খেলার দুটি অর্ধের শেষে ফলাফল ছিল ২ – ২ । ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে
শেষে ট্রাইবেকারে খেলার নিষ্পত্তি হয় । বিজয়ী হয় শেওড়াফুলি ইউনাইটেড ক্লাব । এদিনের খেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা । মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার প্রমুখ ।
এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের দিন থেকেই স্থানীয় ব্যবসায়ী আবদুল লালনের উদ্যোগে গেরাই ফুটবল মাঠে লালন মেলা শুরু হয়েছে । সেই উপলক্ষে বিগত তিন দিন ধরে সন্ধ্যা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । রবিবার টুর্নামেন্টের শেষে দিনেও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় । পাশাপাশি ইস্কাবন ছবির প্রচারের জন্য বিশেষ অনুষ্ঠান হয় ।।