এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,০৭ ডিসেম্বর ঃ তিন পৃথক ঘটনায় ৮ জনকে গ্রেফতার করল ভাতাড় থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম দীনবন্ধু রায়, নিতাই রায়,শ্যামসুন্দর রায়, শেখ সাহেব,শেখ হীরা,শেখ কালো,শেখ আনাই ও শেখ দিলান । সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
ধৃতদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি ভাতাড় থানার নতুনগ্রামের রায় পাড়ায় । অবৈধভাবে চোলাইয়ের ভাটি চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে । পুলিশ সুত্রে খবর, নতুনগ্রামের রায়পাড়ার ওই তিন ব্যক্তি বেশ কিছুদিন ধরে চোলাইয়ের ভাটি চালাচ্ছিলেন । সম্প্রতি পুলিশ জানতে পারলে গোপনে তাঁদের উপর নজর রাখা হচ্ছিল । শেষে রবিবার রাতে ভাতাড় থানার পুলিশের একটি দল গ্রামে হানা দিয়ে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে । পাশাপাশি ৬০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
ধৃতদের মধ্যে শেখ সাহেবের বাড়ি ভাতাড়ের বামশোর গ্রামে। মাহাচান্দার কাছে বিদ্যুৎ সাবস্টেশনে চুরির ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গেছে । চুরির ঘটনাটি ঘটে গত ২৭ শে অক্টোবর রাতে । প্রায় ১২ টি আইসোলেটরসহ লক্ষাধিক টাকার যন্ত্রাংশ চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতিরা । ওই ঘটনার জেরে সাবস্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গাফেলতির অভিযোগ ওঠে । পরে সংশ্লিষ্ট এজেন্সির তরফ থেকে ওই চারজনকে ছাঁটাইয়ের সিদ্ধান্তও নেওয়া হয় বলে খবর ।
জানা গেছে,দপ্তরের তরফ থেকে এনিয়ে ভাতাড় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ । শেষে শেখ সাহেব নামে এক দুষ্কৃতিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় । বামশোর গ্রামের বাসিন্দা বছর ২৮ শের যুবক শেখ সাহেবকে রবিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি কিছু বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
অন্যদিকে ধৃতদের মধ্যে বাকি চারজনের বাড়ি ভাতাড়ের রাজিপুর গ্রামের মুসলিম পাড়ায় । খড়ের গাদা দেওয়াকে কেন্দ্র করে বচসা থেকে মারামারির ঘটনায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটে গত শনিবার । পুলিশ সুত্রে খবর, খড়ের গাদা দেওয়াকে কেন্দ্র করে একই পাড়ার বাসিন্দা মুসা শেখ নামে এক ব্যক্তির সঙ্গে বিবাদ ধৃত ব্যক্তিদের । শনিবার বিকেল থেকেই তাদের মধ্যে এনিয়ে অশান্তি চলছিল । এরপর সন্ধ্যা নাগাদ তা চরম আকার ধারন করে । অভিযোগ, বচসার মাঝে মুসা শেখ ও তাঁর স্ত্রীকে বেদম মারধর করে শেখ দিলানসহ বাকি ব্যক্তিরা । পরের দিন এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন মুসা শেখ। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই শেখ দিলানসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ ।।