দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার পরিপ্রেক্ষিতে সম্প্রীতির বার্তা দিতে অভিনব উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজারের বাসিন্দা মজনু শেখ নামে জনৈক এক ব্যক্তি । ‘সম্প্রীতি মঞ্চ’ গড়ে সেই মঞ্চে তিনি হজে যাওয়ার জন্য জমানো টাকা খরচ করে রক্তদান শিবিরের আয়োজন করলেন । রবিবার বলগোনা হাইস্কুলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । প্রায় ৬০ জন স্থানীয় বাসিন্দা স্বেচ্ছায় রক্তদান করেন । প্রতি রক্তদাতার হাতে মজনু শেখের তরফ থেকে একটি করে নারকেল গাছের চারা তুলে দেওয়া হয় ।
মজনু শেখ বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল হজে যাবো । শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম । এই দেখে আমার স্ত্রীও হজে যাবো জলে জোরাজুরি করে । তাই দু’জনের খরচের জন্য বলগোনা বাজারে আমার বসতবাড়ির কাছাকাছি এক কাঠা জমি বিক্রি করে দিয়েছিলাম । সেই টাকা ব্যাঙ্কে সঞ্চয় করে রেখেছিলাম । কিন্তু কোভিড পরিস্থিতির কারনে হজযাত্রা স্থগিত রাখতে হয় ।’ তিনি বলেন, ‘এদিকে বাংলাদেশে হিংসার ঘটনার কথা সংবাদ মাধ্যমে জানতে পারি । তাই মানুষকে সম্প্রীতির বার্তা দিতে ‘সম্প্রীতি মঞ্চ’ গড়ে এদিন রক্তদান শিবিরের আয়োজন করি । সব খরচ হজে যাওয়ার জন্য জমানো টাকা থেকেই করেছি । আল্লাহর ইচ্ছায় আমাদের স্বামী-স্ত্রীর হজে যাওয়ার খরচ ফের ঠিক জুটে যাবে ।’
এদিন বলগোনা হাইস্কুলে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন প্রণব চট্টোপাধ্যায়, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ কুণাল কান্তি দে, ভাতারের কলেজের অধ্যক্ষ ইনামুল রহমানসহ মায়াপুর মঠের মহারাজ থেকে মাদ্রাসার মৌলানারা । তাঁরা প্রত্যেকেই মজনু শেখের এই প্রকার মানসিকতার তারিফ করেছেন । প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারাও । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,পরোপকারী হিসাবে এলাকায় মজনু শেখের যথেষ্ট সুখ্যাতি আছে । বিপদে আপদে কেউ তাঁর কাছে সাহায্যের জন্য গেলে কাউকেই তিনি খালি হাতে ফেরাননা । তাঁর এই প্রকার মানসিকতার জন্য এলাকার সকলেই তাঁকে যথেষ্ট শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন বলগোনাবাসীরা ।।